E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গায় যুবলীগের হামলায় আ’লীগ নেতা আহত

২০১৪ আগস্ট ১৮ ১৮:২৬:২৩
নলডাঙ্গায় যুবলীগের হামলায় আ’লীগ নেতা আহত

নাটোর প্রতিনিধি : অভ্যন্তরীন কোন্দলের জেরে নাটোরের নলডাঙ্গায় যুবলীগ কর্মীরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি কলিম উদ্দিনকে বেধড়ক মারপিট করে। স্থানীয়রা মারাত্মক আহত কলিম উদ্দিনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

সোমবার উপজেলার হাপানিয়া গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে। কলিম উদ্দিন পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির কলেজ শাখার সভা শেষে স্কুল শাখার সভায় যোগদিতে যাওয়ার সময় স্কুল চত্বরেই এই হামলার শিকার হন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের কমিটি গঠন নিয়ে সম্প্রতি দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই দ্বন্দ্বের জের ধরে গত ঈদুল ফিতরের দুই দিন পর পাটুল ঘাটে কলিম উদ্দিনের সমর্থকদের মারপিট করা হয়। এরই জের ধরে গত ১৩ আগষ্ট স্থানীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের গাছ গাছালি বিক্রির নিলামে অংশ নিতে গেলে কলিম উদ্দিনের লোকজন ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেনের ছোট ভাই আফজাল হোসেনকে মারপিট করে। এ নিয়ে উভয় পক্ষের সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়। ফলে দু’পক্ষের মধ্যে কোন্দল চরম আকার ধারন করে।

ওই বিরোধের জেরে সোমবার দুপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভা শেষে কলিম উদ্দিন স্কুলের মাঠ দিয়ে যাবার সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন সহ তার সমথৃকরা তার ওপর অতর্কিতে হামলা করে। এতে কলিম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে বাঁশ, হাতুরি ও লাঠি দিয়ে উপুর্যপরি আঘাত করে। এতে কলিম উদ্দিন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে কলিম উদ্দিন সমর্থকরা ঠাকুরলক্ষীকোল গ্রামে যুবলীগ নেতা আনোয়ার হোসেনের বড় ভাই আমজাদ মাষ্টারের বাড়িতে চড়াও হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হটিয়ে দেয়। তবে আমজাদ মাষ্টারের বাড়িতে হামলার ঘটনা সঠিক নয় বলে কলিম উদ্দিনের ছোট ভাই ছলিম উদ্দিন জানান।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পাটুল ও ঠাকুরলক্ষীকোল গ্রামের মানুষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাটুল ব্রীজের দু’পাশে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা কলিম উদ্দিনের সাথে যুবলীগ নেতাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

পিপরুল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জানান, চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কলিম উদ্দিনকে মারপিট করে। তিনি কলেজ কমিটির মিটিং শেষে স্কুল কমিটির মিটিং এ যাচ্ছিলেন।
যুবলীগ নেতা আনোয়ার হোসেন জানান,কলিম উদ্দিনকে মারপিটের ঘটনা তিনি কিছুই জানেননা। তার সঙ্গে রাজনৈতিক কোন বিরোধ নেই। তবে ২/৩ দিন আগে কলিম উদ্দিন ও তার সমর্থকরা তার ভাই আফজাল হোসেনকে বিনা দোষে মারপিট করে।

নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও থানায় কেউ কোন অভিযোগ করেনি।

(ওএস/এটিআর/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test