E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় কিশোর গ্যাং’র ৬ সদস্যর বিরুদ্ধে অভিযাগপত্র দাখিল

২০২০ নভেম্বর ০৫ ২৩:০১:২১
আগৈলঝাড়ায় কিশোর গ্যাং’র ৬ সদস্যর বিরুদ্ধে অভিযাগপত্র দাখিল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় কিশোর গ্যাং এর ছয় সদস্যর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় আদালতে অভিযাগপত্র দাখিল করেছে পুলিশ।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম সরোয়ার জানান, আগৈলঝাড়া থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা চাঞ্চল্যকর কিশোর গ্যাং এর সদস্যদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমানীত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহার নামীয় আসামী পল্লব হালদার (২০) ও চিন্ময় বৈদ্য (১৯) এর বিরুদ্ধে অভিযোগপত্র এবং এজাহারের উল্লেখিত অপ্রাপ্ত বয়স্ক চার কিশোর সৈকত বালা, সোহাগ বৈদ্য, রাতুল বৈদ্য ও দীপ্ত হালদারের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগপত্র (শিশু) দাখিল করেছেন। যার অভিযোগপত্র নং ১৩৯ (৩.১১.২০)।
বৃহস্পতিবার বিজ্ঞ আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আইনী বাধ্য বাধকতার কারণে সাত কার্য দিবসের মধ্যেই দ্রুত বিচার এই মামলার তদন্তে এজাহারে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমানীত হওয়ায় চাঞ্চল্যকর ওই মামলায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তিনি।

এজাহারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ২৬অক্টোবর রাতে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মন্মথ বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব (২০) দুর্গা পুজা দেখে বাড়ি ফেরার পথে তার পথ রোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গলা পোচিয়ে একটি এনড্রয়েট মোবাইল ফোন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায় কিশোর দুর্বিত্তরা। আহতাবস্থায় নয়নকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় নয়নের বাবা মন্মথ বৈষ্ণব বাদী হয়ে ওই রাতেই ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন, নং-১১(২৫.১০.২০)।

মামলা দায়েরের পর ওসি গোলাম ছরোয়ারের নির্দেশে পুলিশ অভিযুক্তদের আটকের জন্য বিভিন্ন পুজা মন্ডপের রাস্তায় রাস্তায় তল্লাশী চৌকি বসালে বড়মগড়া এলাকা পুলিশের জালে ধরা পরে এজাহারভুক্ত আসামী রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের জীবন হালদারের ছেলে পল্লব হালদার (২০), চৈতন্য বৈদ্যর ছেলে চিন্ময় বৈদ্য (১৯), একই গ্রামের সুকুমার বালার ছেলে সৈকত বালা, স্বপন বৈদ্যর ছেলে সোহাগ বৈদ্য, দুলাল বৈদ্যর ছেলে রাতুল বৈদ্য ও পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের শুধাংশ হালদারের ছেলে দীপ্ত হালদারকে দু’টি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। আটককৃত কিশোর গ্যাং এর ৬ সদস্যকে ওই রাতেই হাসপাতালে ভর্তি আহত নয়নের সামনে হাজির করলে ওই গ্যাং এর সদস্যদের ছিনতাইকারী হিসেবে সনাক্ত করে তাদের হাতে আহত নয়ন।

গ্রেফতারকৃত চার্জশীটে অভিযুক্ত সকল আসামী বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে।

(টিবি/এসপি/নভেম্বর ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test