E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কার জেকি-জুয়েল

২০২০ নভেম্বর ২২ ২৩:৪৮:৩২
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কার জেকি-জুয়েল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : গঠণতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়।

বহিস্কৃত ছাত্রলীগ নেতারা হলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদ ইসলাম জেকী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা জুয়েল।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন বলেন, ‘বহিষ্ককৃতরা সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা না মেনে গত ২০ নভেম্বর লোহাগাড়া ছাত্রলীগের পাল্টা কমিটি দেয়। যার কারণে কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কার করেন।’

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে (১ বছরের জন্য) ৬৪ সদস্যের ছাত্রলীগের লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ।

এর দু’দিন পর নানা অভিযোগ তোলে পাল্টা কমিটি ঘোষণা করে পদবঞ্চিতরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদ ইসলাম জেকী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা জুয়েলের সাক্ষরে এই কমিটির অনুমোদন দেন।

(জেজে/এসপি/নভেম্বর ২২, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test