E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট : ইউপি সদস্যর হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী

২০২০ নভেম্বর ২৪ ১৫:৫০:৩৩
ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট : ইউপি সদস্যর হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি দিয়ে আগ্নেয়াস্ত্র মেরামতের একটি ছবি ও স্থানীয় কতিপয় ব্যক্তির নাম উল্লেখ করে স্ট্যাটাস দেয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এক ওষুধ ব্যবসায়ীকে দায়ী করে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি জেলার উত্তর জনপদের একসময়ের সর্বহারা অধ্যুষিত বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার।

মঙ্গলবার সকালে আগরপুর বাজারের ওষুধ ব্যবসায়ী সবুজ ফরাজী জানান, গত কয়েকদিন পূর্বে “ক্রাইম ফোকাস” নামের একটি ফেক আইডি দিয়ে কেবা কারা একটি বন্দুক মেরামতের ছবিসহ স্থানীয় কতিপয় ব্যক্তির নাম উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চরউত্তরভূতেরদিয়া গ্রামের ইউপি সদস্য কাইউম হাওলাদার তার সহযোগি মাদক সম্রাট আতিক খানসহ তাদের ২০/২৫ জন সহযোগিরা তাকে (সবুজ) দায়ী করেন। একপর্যায়ে গত শনিবার বিকেলে উল্লেখিতরা আগরপুর বাজারের তার ওষুধের দোকানে গিয়ে একঘন্টার মধ্যে এলাকা ত্যাগ করার জন্য হুমকি প্রদর্শন করেন। নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ত্যাগ করা না হলে তাকে স্ব-পরিবারে হত্যার হুমকি দেয়া হয়।

সবুজ ফরাজী আরও জানান, ইউপি সদস্য ও তার সহযোগী সন্ত্রাসীদের হুমকির মুখে গত চারদিন থেকে ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রেখে জীবন বাঁচাতে তিনি নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ব্যবসায়ী সবুজ বলেন, ওই ফেক আইডি সম্পর্কে আমি কিছুই জানি না। যা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে। হুমকিরমুখে এলাকা ছাড়ার ঘটনায় তিনি (সবুজ) মঙ্গলবার সকালে বাবুগঞ্জ থানায় ও দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test