E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০ (ভিডিও)

২০১৪ এপ্রিল ২০ ০৬:৪৫:১৫
শিবগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০ (ভিডিও)

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : উজিরপুর সোবহান উচ্চ বিদ্যায়ের দুই ছাত্রের গন্ডোগোলের সূত্র ধরে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ও বাবুপুর গ্রামবাসীর মধ্যে শনিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ ও ৫০ টি বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি আসিকুর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ইটের আঘাতে ওসি আহত হয়। আহত শিবগঞ্জ থানার ওসি আসিকুর রহমান সহ ৫ জনকে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার বসির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার সোবহান উচ্চ বিদ্যায়ের দুই ছাত্রের মধ্যে মারামারিকে কেন্দ্র করে শুক্রবারও দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।



(এআরএন/অ/এপ্রিল ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test