E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে বাল্য বিবাহ মাঠ পর্যায়ে জরিপের ফলাফল উপস্থাপন বিষয়ক কর্মশালা

২০২০ ডিসেম্বর ০১ ১৭:২৩:৪০
সাপাহারে বাল্য বিবাহ মাঠ পর্যায়ে জরিপের ফলাফল উপস্থাপন বিষয়ক কর্মশালা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর “সাপাহারে বাল্য বিবাহ” মাঠ পর্যায়ে ফলাফল উপস্থাপন ও কৌশল নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম ও ইয়ূথ ফোরামের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উপদেষ্টা নুরুল হক মাষ্টার। অনুষ্ঠানে উপজেলার তিনটি ইউনিয়নের ৮২টি গ্রামের ১১৪টি পরিবারে অনুষ্ঠিত বাল্য বিবাহের ওপর জরিপ চালিয়ে ১১৪টি বাল্য বিয়ের সন্ধান পাওয়া যায়।

উক্ত জরিপের ফলাফল প্রজেক্টরের মাধ্যমে উপস্থান শেষে অনুষ্ঠিত কর্মশালায় বাল্য বিবাহের সুফল ও কুফলের ওপর গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল স্তরের কর্মকর্তা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম ও ইয়ূথ ফোরামের সকল সদস্য বৃন্দ, উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/ডিসেম্বর ০১, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test