E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

২০২০ ডিসেম্বর ০৩ ১৫:৪৪:৫২
পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীস্থ পাবনা সুগার মিল বন্ধ ঘোষণার প্রতিবাদে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ ও মিল গেটের সামনে টায়ার জ্বালিয়ে দ্বিতীয় দিনে আবারো বিােভ করেছে শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা। 

বৃহস্পতিবার ৯টায় শ্রমিক- কর্মচারী ও আখচাষীরা সুগার মিলের সামনে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সড়ক অবরোধকারীরা রাস্তায় শুয়ে ও বসে মিল বন্ধের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন। পরে র‌্যাব ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালনের আহবান জানালে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে এসে মিল গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন পাবনা সুগার মিলসহ ৬টি মিল বন্ধ ঘোষণা করেন।

প্রসঙ্গত: ১৯৯২ সালের ২৭ ডিসেম্বর ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া মৌজায় ৬০ একর জমির উপর পাকিস্তান সরকারের আর্থিক ঋণে 'পাবনা সুগার মিল' প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭-৯৮ অর্থবছরে আখ মাড়াই মৌসুমে মিলটির পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বাণিজ্যিকভাবে মিলটি চিনি উৎপাদন শুরু করে ১৯৯৮-৯৯ অর্থবছরে। চালুর পর থেকেই মিলটি উৎপাদন ঘাটতি ও লোকসানের কবলে পড়ে। আখের স্বল্পতা, আখ হতে চিনি আহরণের হার কম থাকা, মাথাভারী প্রশাসন, সুদসহ ঋণের কিস্তি পরিশোধ, উৎপাদিত চিনি অবিক্রীত থাকাসহ নানাবিধ সংকটে পাবনা চিনিকলের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৭ কোটি টাকারও বেশী।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test