E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, আহত ১৫

২০১৪ আগস্ট ২০ ১১:৪৮:৫৯
রায়পুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, আহত ১৫

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীরের রায়পুরে অর্ধ কোটি টাকার ৫ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ৮-১০ জনের মূখোশ পড়া সশস্ত্র ভাড়াটিয়া সন্ত্রাসীরা এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরসহ ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করেছেন। এসময় বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা ১৫ জনকে পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে ৩ জনকে সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ২ টি অনটেষ্ট মোটরসাইকেল ও ৫টি দেশী অস্ত্র উদ্ধার করেছে।

এঘটনায় ওই রাতেই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুনছুর আহম্মদ বাদী হয়ে তার প্রতিপক্ষ ফিরোজ আলম ও সুমনসহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

বাসাবাড়ী বাজারের কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের প্রায় ৫ শতাংশ জায়গা নিয়ে বাজার ব্যবসায়ী মুনছুর আহাম্মদ ও ফিরোজ আলমের সাথে বিরোধ ও মামলা চলে আসছিল। কয়েকদিন আগে আদালত বিরোধকৃত ঐ জমির উপর ১৪৪ ধারা জারী করে। পরে রায়পুর থানার এ.এস.আই. মামুন মুনছুর আহাম্মদের পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু এরই জের মঙ্গলবার সন্ধ্যায় ক্ষুব্ধ হয়ে ফিরোজ আলম লক্ষ্মীপুর থেকে ৮-১০ জনের মুখোশ পড়া সশস্ত্র সন্ত্রাসী দল নিয়ে বাসাবাড়ী বাজারে মুনছুর আহাম্মদের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ দেড় লক্ষ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এসময় বাধা দেওয়ায় বাজার সমিতির সেক্রেটারী আবু ইউছুপ কাঞ্চন, সোহেল, মিজানসহ ১৫ জনকে পিটিয়ে মারাক্তক আহত করেন। তাদের মধ্যে ইউছুপ কাঞ্চন ও সোহেল-কে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সন্ত্রাসীরা বাজার ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে ২টি মোটর সাইকেল ও কয়েকটি দেশি অস্ত্র রেখে পালিয়েছেন। এঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুনছুর আহাম্মদ মঙ্গলবার রাতেই বাদী হয়ে ফিরোজ আলম, সুমন ও কামালসহ ৫জনকে আসামী করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এই ঘটনায় মুনছুর আহাম্মদ ও ফিরোজ আলম পরষ্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।

রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আকন্দ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুনছুর আহাম্মদের মামলাটি তদন্তসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি অনটেষ্ট মটর সাইকেল ও ৫টি দেশী অস্ত্র উদ্ধার করেছেন।

(এমআরএস/এইচআর/আগস্ট ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test