E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শালিখায় আরকে ডোর কারখানায় হামলা

২০২০ ডিসেম্বর ০৩ ১৬:৩৬:১৯
শালিখায় আরকে ডোর কারখানায় হামলা

মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখা উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার সকালে আরকে ডোর কারখানায় হামলা চালিয়েছে সংঘবদ্ধ গ্রামবাসী । এ সময় কারখানার অফিস কক্ষ ভাংচুর, ল্যাবটবসহ অফিসে থাকা নগদ ৮-১০ লক্ষ টাকা লুট হয়েছে বলে দাবী করছে কারখানা কর্তৃপক্ষ । এ ঘটনায় পুলিশ শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ৯ জনকে আটক করেছে । 

সরজমিন গিয়ে কথা হয় আরকে ডোর কারখানায় সত্ত্বাধিকারী জুয়েল হোসেনের সাথে । তিনি জানান,বুধবার বিকালে আমার কারখানার একটি মাল বোঝাই ট্রাক সীমাখালী বাজার দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে হরিশপুর গ্রামের রেজাউলের সাথে ট্রাকের ড্রাইভারের কথা কাটাকাটি হয় ।

এ সময় রেজাউল আমার ট্রাকের ড্রাইভারের উপর হামলা চালিয়ে আহত করে । এরই ঘটনার সূত্র ধরে হরিশপুর গ্রামের জসিম মেম্বার, আ: আজিজ, তরিকুল, হুমায়ন, করিব ও আলমগীরের নেতৃত্বে প্রায় ২ শতাধিক লোক বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আমার চালু কারখানায় হামলা চালায় । এ সময় তারা আমার কারখানার জানালা, দরজার গ্লাস ভাংচুর করে ।

পরে অফিসে কক্ষে প্রবেশ করে চেয়ার, টেবিল ভাংচুরসহ অফিসে থাকা একটি ল্যাবটব ও নগদ ৮-১০ লক্ষ টাকা লুট করে । অফিস লুটের পর তারা কারখানায় ডোকার চেষ্টা করে ব্যর্থ হয় । হামলার সময় কারখানার কর্মরত শ্রমিকরা নিরাপত্তার জন্য চিৎকার করে পাশ্ববর্তী বিভিন্ন স্থানে ছুটে যায় ।

তিনি আরো জানান, হামলাকারীদের মুল উদ্দেশ্য ছিল আমার কারখানাটি হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা । হামলার পরপরই আমি পুলিশকে অবগত করি। আমার কারখানায় বর্তমানে এলাকার প্রায় ২ শত নারী-পুরুষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে । হামলার পর কারখানা আংশিক চালু রয়েছে । শ্রমিকদের নিরাপত্তার জন্য আমি জেলা পুলিশ সুপারের নিকট সহযোগিতা চেয়েছি ।

জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি । ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে । বাকী যারা ঘটনার সাথে জড়িত তাদের আটকের জন্য পুলিশের জোর চেষ্টা চলছে ।ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার আইনে মামলা হবে । আমরা কারখানাটি বন্ধ না করে চালু রাখতে বলেছি । কারণ এ কারখানায় অনেক দরিদ্র শ্রমিক কাজ করে । এলাকায় উত্তেজনা এড়াতে কারখানায় পুলিশ পাহারায় রয়েছে ।

(ডিসি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test