E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় বিশ্ব মানবিক দিবসে দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলনের মানববন্ধন

২০২০ ডিসেম্বর ০৫ ১৫:১৫:৫২
মাগুরায় বিশ্ব মানবিক দিবসে দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলনের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : ‘জাতি ধর্ম বর্ণ শ্রেণি পেশা বয়স পেশা নির্বিশেষে সকল জনগণের মর্যাদাপূর্ণ জীবনের অধিকার প্রতিষ্ঠা করা’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব মানবিক দিবসে মানববন্ধন হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন মাগুরা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার সভাপতি বলরাম বসাক, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, সংগঠনের উপদেষ্টা ইতিহাস গবেষক ডাক্তার তাসুকুজ্জামান, সহ-সভাপতি অসীত কুমার দাস ও মাইনরিটি রাইটস ফোরামের মাগুরার সভাপতি মোহিত লাল বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা আদমশুমারী-২০২১ এ দলিত জনগোষ্টির জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভূক্ত করাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

(ডিসি/এসপি/ডিসেম্বর ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test