E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি ও নারী বিদ্বেষী প্রচারণার প্রতিবাদে সাতক্ষীরায় জাসদের মানববন্ধন 

২০২০ ডিসেম্বর ০৫ ২২:০৩:৪১
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি ও নারী বিদ্বেষী প্রচারণার প্রতিবাদে সাতক্ষীরায় জাসদের মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারনের হুমকি, নারী বিদ্বেষী প্রচারনা, মুক্তিযুদ্ধ- সংবিধান-ইতিহাস- ঐতিহ্য- সংস্কৃতি- সভ্যতা বিরোধী কর্মকাণ্ড দমানোর দাবিতে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় তারা সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধন কর্মসুচি চলাকালে জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সভাপতি অনুপম কুমার অনুপ, যুব নেতা শেখ আবু মুসা প্রমুখ।

বক্তারা বলেন, একটি মৌলবাদি গোষ্ঠী দেশের সংবিধানে উল্লেখিত অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে ও জাতীর জনক বঙ্গবন্ধুকে কলঙ্কিত করতে তার ভাস্কর্য ভাঙচুরসহ বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছে। তারা নারী বিদ্বেষী প্রচার- প্রচারনা, মুক্তিযুদ্ধ- সংবিধান-ইতিহাস- ঐতিহ্য- সংস্কৃতি- সভ্যতা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ওই সমস্ত হুমকি দাতাদের তারা ১৯৭১ এর স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাদের অপচেষ্টা যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test