E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগর কেন্দ্রীয় কালিমন্দির দখলমুক্ত

২০১৪ আগস্ট ২০ ১৮:২৪:২৩
রাণীনগর কেন্দ্রীয় কালিমন্দির দখলমুক্ত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের কালিবাড়ি হাট কেন্দ্রীয় কালিমন্দিরের চারপাশের অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে মন্দিরটি দখলমুক্ত করা হয়।

জানা গেছে, রাণীনগর সদরের কেন্দ্রীয় কালিবাড়ি হাট মন্দির ১৯১৩ সালে স্থাপিত হয়। মন্দির স্থাপনের পর থেকেই স্থানীয়এবং পার্শ্ববর্তী গ্রামের হিন্দু সম্প্রদায় বিভিন্ন পূজা-অর্চনা, লীলাকীর্ত্তন ও প্রতি বছর কালিপূজা করে আসছেন। গত কয়েক বছর আগে স্থানীয় কতিপয় দখলবাজ লোক পেশীবলের জোড়ে মন্দিরের প্রবেশ পথে অর্থাৎ দরজার সামনে মাছের আড়ৎ ও মন্দিরের পশ্চিম দিকে টিনের চালা তুলে জায়গা দখল করে ব্যবসা করে আসছিল। এতে মন্দিরের পরিবেশ অপবিত্র এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান করতে বাধার সম্মুখিন হত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ লিখিত অভিযোগ করেও কোন ফল না পেয়ে মন্দির কমিটি আদালতের আশ্রয় নিলে আদালত তা গত ০৪-০৩-১২ তারিখে হাট মাপের মাধ্যমে জায়গা নির্ধারন করে দেয়। হাট সংস্কার অনুযায়ী মন্দিরের পূর্ব দিকে অর্থাৎ হাটের সদর শেড প্ল্যান অনুসারে সরকার ফাঁকা রাখে। কিন্তু কতিপয় লোকজন সেই শেড প্ল্যান অমান্য করে পেশীবলের জোড়ে চাল তুলে ইট, বালু, সিমেন্ট দিয়ে চৌঁকি বানিয়ে মাছের আড়ৎ গড়ে তোলে তাদের ব্যবসা বহাল রাখে। এঘটনাটি বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে অবশেষে মন্দিরটি দখলমুক্ত করা হয়েছে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজয় কুমার জানিয়েছেন।
(বিএম/এএস/আগস্ট ২০, ২০১৪)



পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test