E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৭ বছর পর বিদ্যালয়ের জমি দখলমুক্ত

২০২০ ডিসেম্বর ২০ ২২:৫৯:৫৯
২৭ বছর পর বিদ্যালয়ের জমি দখলমুক্ত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের ৫০শতক জমি দখলমুক্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে উক্ত জমির দখল বুঝে নেন  বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।

জানা যায়, ১৯৯৩সালে উত্তর চর ছান্দিয়া মৌজায় দিয়ারা ৬০০১/৭২২ ও ৬০০১/৭৪১ দাগ ও বিএস ২৩৯৪নং খতিয়ানে ১৪৩৯৯ ও ১৪৪০০নং দাগে দানবীর হাজী সেকান্তর মিয়া ৫০ শতক জমি বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রি করে দেন। আগের সকল জরিপসহ হাল (বিএস) জরিপেও ওই ৫০ শতক জমি বিদ্যালয়ের নামেই রেকর্ড হয়। সম্প্রতি বিএস রেকর্ড চুড়ান্ত হওয়া পর রবিবার (২০ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উক্ত জমির দখল বুঝে নেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সলিম উল্যাহ সেলিম জানান, দাতার পরিবারের লোকজন বিদ্যালয়ের ৫০ শতক জমি জবরদখল করে রেখেছিলেন। কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকগণ ও স্থানীয়দের সহযোগীতায় ২৭বছর পর উদ্ধার করেছি। এ ব্যপারে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য হাজী আবু সুফিয়ান বলেন, বিদ্যালয়ের ৫০শতক জমি অন্যদাগে বুঝিয়ে দেয়া হয়েছে। বর্তমান কমিটি যে জায়গা দখলের কথা বলছেন, সে জায়গা দাতা তৃতীয় পক্ষের কাছে ইতিপূর্বে বিক্রি করেছেন।

(এম/এসপি/ডিসেম্বর ২০, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test