E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাইম ল্যাব হসপিটাল ও উত্তরা ক্লিনিকে ৩০ হাজার টাকা জরিমানা

২০১৪ আগস্ট ২১ ১৩:২০:৪০
প্রাইম ল্যাব হসপিটাল ও উত্তরা ক্লিনিকে ৩০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় লাইসেন্স ছাড়াই রক্ত সংগ্রহ ও প্রদানের দায়ে শহরের প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটাল এবং অপরিষ্কার ও নোংরা পরিবেশের অভিযোগে উত্তরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার রাত ৮টার দিকে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হাসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক সৌরভ কুমার জানান, শহরের রুবির মোড় এলাকায় প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটাল অবৈধভাবে দীর্ঘ দিন ধরে রক্ত সংগ্রহ ও প্রদান করে আসছিল। অন্যদিকে উত্তরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনিষ্ট সেন্টার নোংরা পরিবেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটালের ২৫ হাজার টাকা এবং উত্তরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনিষ্ট সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(বিএম/জেএ/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test