E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬টি চিনিকল খুলে দেয়ার দাবিতে শ্যামপুর অচল ছিল বুধবার, আসছে বৃহত্তর কর্মসূচি

২০২০ ডিসেম্বর ২৩ ২৩:২০:০৩
৬টি চিনিকল খুলে দেয়ার দাবিতে শ্যামপুর অচল ছিল বুধবার, আসছে বৃহত্তর কর্মসূচি

মানিক সরকার মানিক, রংপুর : চিনিকল চালুসহ ৫ দফা দাবিতে স্থানীয় শ্রমিক কর্মচারিসহ সব ধরণের ব্যবসায়ীরা বুধবার রংপুরের শ্যামপুর চিনিকল এলাকায় অর্ধদিবস হরতাল পালন করেছে। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষি কল্যাণ সমিতির ডাকে এই ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল পালিত হয়। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন জানান, হরতালে এলাকার সব শ্রেণি পেশার মানুষ তাদের সাথে একাত্মতা প্রকাশ করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। 

এদিকে সকাল থেকেই স্থানীয় অখচাষি ও চিনিকল শ্রমিকেরা চিনিকলের সামনের ফটকে অবস্থান নিতে থাকে। সেখানে তারা আখ মাড়াই কার্যক্রম চালুসহ দেশের ৬ চিনিকল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করে। এর আগে কল এলাকা ক্যাম্পাসে খন্ড খন্ড খন্ড মিছিল বিক্ষোভ করে শ্রমিক ও আখ চাষিরা। বিক্ষোভ থেকে তারা ঘোষণা দেয়, তাদেও দাবি মানা না হলে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

এদিকে সকাল থেকেই কল এলাকায় যে কোন অপ্রীতিকরকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশী বাঁধার কারণে আন্দেলন শ্রমিক ও চিনিকল শ্রমিকরা এলাকার বাইরের সড়কে যেতে পারেনি। তবে হরতালের সমর্থনে শ্যামপুর ও আশপাশের এলাকার ব্যবসায়ারী তাদেও দোকান পাট বন্ধ রেখেছিল।

চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমীন জানান, ১৫টি চিনিকলের মধ্যে ৯টি চালু করলেও এখন ৬টি বন্ধ রয়েছে। এরপর মধ্যে শ্যামপুর চিনিকল অন্যতম একটি। অবিলম্বে এই চিনিকলটি চালু করে এর শ্রমিকদেও বকেয়া বেতনসহ ৫দফা দাবি মেনে নেয়া না হলে আজ বৃহস্পতিবার থেকে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, শ্যামপুর চিনিকলসহ স্থগিতকৃত ৬টি চিনিকলে আখমাড়াই কার্যক্রম যথাযথভাবে পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিল চালানোর প্রয়োজনীয় সকল ব্যয় নির্বাহ করা হয়েছে। এই সময়ে এই কলের মাড়াই বন্ধ রেখে চিনিকলের আওতায় উৎপাদিত আখ কর্র্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ি এটি বন্ধ বন্ধ রেখে জয়পুরহাট চালু করলে সেখানে অতিরিক্ত আরও ৮ থেকে ১ কোটি টাকা বৃদ্ধি পাবে।

এদিকে চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাহান জানান, এই কলের কারণে ৮ থেকে ১০ হাজার আখচাষি এখানকার অর্থকরি ফসল আখ করে স্বচ্ছলতা এনেছেন। তাদের অনেকেই আজ সম্পৃক্ত ব্যবসায়ী, রিক্সাচালক নৈশপ্রহরীসহ কাজে সম্পৃক্ত হয়েছেন। শুধু তাই নয়, অনেকেই হয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন।

উল্লেখ্য, এর আগে গত ১৯ ও ২০ ডিসেম্বর শ্যামপুর চিনিকল খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচী,প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছে।

রংপুর জেলার একমাত্র ভারি শিল্পকল শ্যামপুর সুগার মিল। ১৯৬৪ সালে এই কলটি দেশ স্বাধীনেরপর বঙ্গবন্ধ শেখ মুুজিবর রহমান ১৯৭২ সালে এটিকে জাতীকরণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকর আর্থ সামাজিক উন্নয়নে চিনিকলটির লাভজনক অংশীদারিত্ব রয়েছে। কলটিতে হাজারো শ্রমিক কর্মচারি, কর্মকর্তা চাকরীর মাধ্যমে জীবিকা নির্বাহী করে আসছে।

জানা গেছে, গত ১ ডিেিসম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের মাড়াই বন্ধ রেখে ৯টিতে মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে এখানকার আখচাষি, শ্রমিক কর্মচারিরা।

(এম/এসপি/ডিসেম্বর ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test