E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটের ২০৯ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

২০১৪ আগস্ট ২১ ১৬:৩২:০১
ধামইরহাটের ২০৯ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর ধামইরহাট উপজেলার রসপুর ও চকশরিফ গ্রামের ২শ’ ৯ পরিবারে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে সর্বোচ্চ ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জাতীয় গ্রীডে প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। অনেক ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ উৎপাদন করছেন। এখন থেকে গ্রামের পর গ্রাম বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। ২০১৬ সালের মধ্যে কোন গ্রাম বিদ্যুৎবিহীন থাকবে না।

এ উপলক্ষে রসপুর মাদ্রাসা মাঠে মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুর রউফ, এজিএম কামাল হোসেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সচিব ও এলাকার পরিচালক মিজানুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রমুখ।

(বিএম/জেএ/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test