E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা-ভাংচুর, আটক ১

২০২০ ডিসেম্বর ২৮ ১৭:৪৪:৩৬
মাদারীপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা-ভাংচুর, আটক ১

মাদারীপুর প্রতিনিধি : বনভোজনের চাঁদা না দেয়ায় মাদারীপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আল আমিন বেপারী (১৬) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দুপুরে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস মূলফটকে এ ঘটনা ঘটে। 

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তুম আলী জানান, বনভোজনের যাবার নামে অফিসে ঢুকে চাঁদা দাবী করে ৭ থেকে ৮ জন অজ্ঞাত যুবক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অফিসের কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে বাহিরে বেরিয়ে যায় তারা। পরে অফিসের মূল ফটকের গেইট আটকে সেবা নিতে আসা গ্রহীতাদের আসা যাবার পথ বন্ধ করে দেয় ওই যুবকরা। দায়িত্বে থাকা আনসার সদস্যদের তর্কতর্কির এক পর্যায়ে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়ে পাসপোর্ট অফিসে ভাংচুর করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে আল আমিন নামে একজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া জানান, সরকারি কাজে বাঁধা দেয়ার দায়ে আটক আল আমিনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত সব ধরণের পদক্ষেপ নেয়া হবে।

(এ/এসপি/ডিসেম্বর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test