E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফুলবাড়ী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লিটন মেয়র নির্বাচিত

২০২০ ডিসেম্বর ২৮ ২১:৪৯:৪১
ফুলবাড়ী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লিটন মেয়র নির্বাচিত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী পৌর সভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন নির্বাচিত হয়েছেম। দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন শেষে ভোটের ফলাফল প্রকাশ করা তা বেসরকারি ভাবে নিশ্চিত করেছে নির্বাচন অফিসার।

বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী, ৭ হাজার ৭ শত ৫০ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) মাহমুদ আলম লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান মেয়র ( জগ) স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক ভোট পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খাজা মইন উদ্দীন (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৪ শত ৬০ ভোট,বিএনপি মনোনিত প্রার্থী সাহাদৎ আলী (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ফুলবাড়ী উপজেলার পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ফুলবাড়ী পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রারামানিক ।
নির্বাচনে ২৭ হাজার ৯ শত ৩১ ভোটারের মধ্যে, ২১ হাজার ২ শত ৮৯ ভোটার অংশ গ্রহন করেছেন। যা ৭৬ দশমিক ১ শতাংশ। এর মধ্যে ৫১ টি অপ্রদত্ত ভোট রয়েছে।

সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। করোনা ও শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করে। শুরুতে ভোটার কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষ ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট প্রদান করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ আনসারের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের সদস্যদের টহল করতে দেখা গেছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ট্রাইকিং ফোর্সের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন ।

পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনটি পদের বিপরীতে ১০ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর পদের বিপরীতে ২৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ২৭ হাজার ৯৩১ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩হাজার ৫শত ৫২ জন ও নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৩শত ৭৯ জন।

(এস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test