E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলীয় মনোনয়ন নিয়ে পাংশা ফিরলেন পৌর আ. লীগের সভাপতি ও সাবেক মেয়র ওয়াজেদ আলী মাষ্টার 

২০২০ ডিসেম্বর ২৯ ১৭:২০:১৩
দলীয় মনোনয়ন নিয়ে পাংশা ফিরলেন পৌর আ. লীগের সভাপতি ও সাবেক মেয়র ওয়াজেদ আলী মাষ্টার 

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : অধির জ্বলপনা কল্পনার অবসন ঘটিয়ে সব শেষে দলিয় মনোনয়নপত্র তথা নৌকা পতিক হাতে নিয়ে পাংশা পৌরবাসীর কাছে ফিরে এসেছেন পৌর আওয়ামীলীগের সফল সভাপতি ও সাবেক মেয়র জনাব ওয়াজেদ আলী মাষ্টার।

তিনি ঢাকা থেকে আসার পথে কালুখালি চাদপুর বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে গাড়ী থেকে নেমে সবার আগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে দারিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে সম্মান জানিয়ে সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন।

তিনি বলেন, আজ আমি দলিয় মনোনয়নপত্র তথা বঙ্গবন্ধুর নৌকা পতিক পেয়েছি শুধুমাত্র আপনাদেরই জন্য, আজ আপনারা যদি আমাকে ভালোনা বাসতেন তাহলে হয়তো আজ আমি দলিয় মনোনয়নপত্র /নৌকা পতিক পেতাম না। আপনারা আমার ভাই, আপনারা সাই দোয়া করবেন আমি যেন সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থেকতে পারি। এবং আমাদের দলটিকে আরো গতিশীল শক্তিশালী করতে পারি। আপনাদের ভালোবাসায় আজ আমি সিক্ত।

সব শেষে তিনি আরো বলেন, এই দলিয় মনোনয়নপত্র হাতে পাবারজন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, কেন্দ্রীয় কৃষক লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব নুরে আলম সিদ্দিকী হক, শেখ সোহেল রানা টিপু, আমরি ছোট ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান(ওদুদ), সাবেক আওয়ামীলীগ পাংশাউপজেলা সাংগঠনিক সম্পাদক দিবালোক, কুন্ডজীবন, ইদ্রিস আলী মন্ডল।

দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নৌকার মাঝি জনাব ওয়াজেদ আলী মাষ্টার বিশেষ ধন্যবাদ জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক, জনাব ওবায়দুল কাদের, দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের কর্নধার জনাব প্রবীর সিকদারকে। সবার কাধে কাধ মিলিয়ে পথচলতে চান তিনি।

পরে প্রায় ৩ থেকে ৪ শতাধিক মটর সাইকেল চাদপুর হতে পাংশা আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে নৌকার মাঝি ওয়াজেদ আলী মাষ্টার সহ তার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান (ওদুদ), তারই ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী মন্ডলকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে নিয়ে আসেন।

(একে/এসপি/ডিসেম্বর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test