E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশ সুপার মিজানুর রহমানকে অশ্রুশিক্ত বিদায় জানালেন বাজবাড়ীর পুলিশ সদস্যরা 

২০২০ ডিসেম্বর ৩০ ১৬:০৪:১৫
পুলিশ সুপার মিজানুর রহমানকে অশ্রুশিক্ত বিদায় জানালেন বাজবাড়ীর পুলিশ সদস্যরা 

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : গত ২৮শে ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার)’কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান কার হয়েছে। 

রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলসেডে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার), গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, এস.আই হেমায়েত মোল্লা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিদায়ী পুলিশ সুপারের পরিবারের সদস্যগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ীর বিদায়ী পুলিশ সুপার জেলায় তার ১বছর ৫মাস দায়িত্ব পালনকালে দক্ষতার সাথে জেলার বিভিন্ন অপরাধ দমনসহ সর্বক্ষেত্রে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন। সেই জন্য রাজবাড়ীবাসীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের সকল সরকারী কর্মকর্তাকে বদলী হতে হয় এটাই স্বাভাবিক নিয়ম। তবে ভালো কর্মকর্তা হলে একটি নিদিষ্ট সময় পর তাকে বাদলী করা হয়। কিন্তু রাজবাড়ী পুলিশ সুপারের ক্ষেত্রে সেটি করা হয় নাই। তাকে যাতে আরো কিছুদিন রাজবাড়ী জেলায় রাখা হয় সেই আমি লোকাল এমপি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে ফোন করিয়েছিলাম। কিন্তু আমার কথায়ই শোনা হয়নি। আর করোনার কারণে আমিও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারিনি। যার কারণে ভালো কর্মকর্তা হওয়া সত্বেও তাকে বদলী করা হয়েছে।আমরা আশা করি তিনি তার পরবর্তী চাকুরী জীবণে আমাদের কথা মনে রাখবেন ও তার নতুন কর্মস্থালে আরো সাফল্য অর্জন করবেন।

এছাড়াও তিনি তার বক্তব্যে রাজবাড়ী বর্তমান আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ও জেলা পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের আহবান জানান এবং এবারের শীতে তার এলাকায় তিনি শীতার্ত মানুষের জন্য ৬ হাজার পিস কম্বল বিতরণ করবেন বলে জানান। বক্তব্য শেষে তিনি বিদায়ী পুলিশ সুপারকে ফুল ও উপহার সমগ্রী প্রদান করে বিদায় জানান।

বিদায় পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম(বার) তার বক্তব্যে বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তির উক্তি তুলে ধরে বলেন, সাধারণত বিদায় অনুষ্ঠানে বিদায়ী ব্যক্তিকে গুনোকীর্তন করার জন্য তার বিভিন্ন গুনোকীর্তন করাটাই স্বাভাবিক। আমিও তার ব্যতিক্রম নই। যেহেতু আমাদের বদলীর চাকুরী সুতরাং আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতেই হবে। আমি বিগত জীবনে ৫বছর সাড়ে ৭ মাস এসপি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার চাকুরী জীবনে আমি সব সময় অত্যন্ত সাহস নিয়ে সৃষ্টির লালন ও দুষ্টের দমনে কাজ করেছি। রাজবাড়ী জেলায় আমার কার্যক্রমে তার ব্যাতিক্রম ছিলনা। আমি আশা করি ভবিষ্যতে জেলার প্রতিটি পুলিশ সদস্য সাহস নিয়ে সৃষ্টির লালন ও দুষ্টের দমনে কাজ করবে।

এছাড়াও তিনি তার বক্তব্যে রাজবাড়ী জেলার অতীত-বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিছুদিন আগে ফরিদপুর ও রাজবাড়ী জেলার সন্ত্রাসী কর্যক্রম দমনের বিভিন্ন বিষয়, দৌলতদিয়া ঘাট ও পতিতাপল্লীর চাদাবাজী বন্ধ, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দমন, শহরকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তার কন্যা এবং পৌর মেয়রের সহযোগীতায় সিসিটিভির আওতায় আনায়নসহ জেলা পুলিশের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তব্য পর্ব শেষে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং-এর পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

(একে/এসপি/ডিসেম্বর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test