E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মনোনয়ন জমা দিলেন পাংশা পৌরসভার নৌকার মাঝি ওয়াজেদ আলী মাস্টার 

২০২০ ডিসেম্বর ৩০ ১৭:৩০:৪৫
মনোনয়ন জমা দিলেন পাংশা পৌরসভার নৌকার মাঝি ওয়াজেদ আলী মাস্টার 

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : অনেক  জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভা গত ২৬শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়। তারই আলোকে, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোডের সভাপতি বঙ্গকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাংশা পৌরসভার নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেন বর্তমান পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি, সাবেক পাংশা পৌসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টারকে।

মোঃ ওয়াজেদ আলী মাস্টার আজ ১২/৩০/২০২০ ইং দুপুরের পরে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়ন পত্র জমাদেন। মনোনয়ন পত্র জমাদান শেষে তিনি নেতাকর্মীদের সাথে কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ধন্যবাদ জানান পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতিকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ার জন্য। তিনি বলেন, আগামী ৩০শে জানুয়ারী পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলেই আমার জন্য দোয়া করবেন ।

সভায় বক্তব্য রাখেন শেখ সোহেল রানা টিপু সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি। প্রফেসর জাহাঙ্গীর হোসেন সাবেক সহ-সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ,চিত্তরঞ্জণ কুন্ডু সিনিয়র সহ-সভাপতি পাংশা পৌর আওয়ামীলীগসহ আরো অনেকে ।

পাংশা পৌরসভার নৌকার মাঝি মোঃ ওয়াজেদ আলী মাষ্টার বলেন, যারা আমার জন্য অক্লান্ত প্ররিশ্রম করেছেন যার কথা না বললেই নয় তিনি হলেন ডাঃ ইকবাল আর্সেনাল(স্বাচিব) শেখ সোহেল রানা টিপু, বর্তমান কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকি হক কেন্দ্রেীয় কমিটি, সাবেক এটর্নি জেনারেল মোঃ ফরহাদ হোসেন, দিবালোক কুন্ডু জীবনসহ আরো অনেক নেতাকর্মী।

আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমরা অবশ্যই জয়ের বন্দরে পৌছাবো ইনশাআল্লা। আমি বিগত দিনে মেয়র থাকা কালীন সমায়ে পাংশা পৌরসভার অনেক উন্নয়ন করেছিলাম । আশা করছি আগামীতে পৌরবাসির সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাকে সহোযোগিতা করবেন।

(একে/এসপি/ডিসেম্বর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test