E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে শক্রতায় বিনষ্ট বোরো বীজতলা 

২০২০ ডিসেম্বর ৩১ ১৫:১৯:৪২
দিনাজপুরে শক্রতায় বিনষ্ট বোরো বীজতলা 

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : পূর্ব বিরোধের জের ধরে আগাছানাশক বিষাক্ত তরল পদার্থ প্রয়োগ করে দিনাজপুরে বিনষ্ট করে দিয়েছে বেশকিছু কৃষকের বোরো বীজতলা। এতে ওই অঞ্চলের অসংখ্য কৃষকের চলতি মৌসুমে বোরো ধান রোপণ অনিশ্চিত হয়ে পড়েছে। এনিয়ে বিপাকে পড়েছে, কৃষি বিভাগ। বিষয়টি খতিয়ে দেখে দোষিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্থ কৃষকের।

পুকুরের পানি ফসলে যাওয়াকে কেন্দ্র করে দিনাজপুরের বিরল উপজেলার পৌর এলাকার ররিপুর হুসনা গ্রামে স্থানীয় কৃষকদের সাথে এক পুকুর মালিকের বিরোধ কয়েক বছর ধরে। আমনের ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে বেশি জমিতে বোরো চাষে বীজতোলা তৈরি করে এলাকার অসংখ্য কৃষক।জমিতে বীজ বোপণের প্রস্তুতির পূর্ব মূহুর্তে তরতাজা ওই বোরো বীজতলা বিনষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। পূর্ব বিরোধের জের ধরে আগাছানাশক বিষাক্ত তরল পদার্থ প্রয়োগ করে এই বোরো বীজতলা বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ কৃষকের।

কৃষক মোমিনুল ইসলাম ৭ থেকে ৮ বিঘা জমিতে ধান রোপনের জন্য এক মন ধানের বীজ তলা,হবিবর রহমানের এক মন ধানের বীজতলা,আফসার আলীর ৪২ কেজির বীজতলা, খয়বর আলীর ২০ কেজি ধানের বীজতলা ও হাছেন আলী ২০ কেজি ধানের বীজতলাসহ ১০/১২ জন কৃষকের বীজতলা বিনষ্ট করেছে দু্বৃত্তরা।

এতে ওই অঞ্চলের অসংখ্য কৃষকের চলতি মৌসুমে বোরো ধান রোপণ অনিশ্চিত হয়ে পড়েছে। ভরা মৌসুমেও অধিকাংকাং জমি পড়ে আছে অনাবাদি অবস্থায়। এনিয়ে বিপাকে পড়েছে, কৃষি বিভাগ। বিষয়টি খতিয়ে দেখে দোষিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্থ কৃষকের।

ডবরল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কাওসার আহমেদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এ.এস.এম হানিফ ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা আফরিনা আকতার মৌসুমী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তারা হতবিহবল হয়ে পড়েন। এ প্রতিবেদককে তারা জানান,আগাছানাশক বিষাক্ত তরল পদার্থ প্রয়োগ করায় বীজতলা শুকিয়ে খড়ের পরিনত হয়েছে। যেসব বীজতলা ভালো আছে,তা সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন তারা।

সরজমিনে দেখা গেছে, শক্রতামূলভাবে বিষাক্ত তরল পদার্থ প্রয়োগ করে বিনষ্ট করা হয়েছে, এ অঞ্চলের বেশকিছু বোরো বীজতলা।তাই চলতি মৌসুমে বোরো চাষাবাদ ব্যহত হওয়ার আশংকা করছে, এ অঞ্চলের অসংখ্য কৃষক।বিষয়টি খতিয়ে দেখে দোষিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে ভুক্তভোগি কৃষক ও সাধারণ মানুষ।

(এস/এসপি/ডিসেম্বর ৩১, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test