E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তৃতীয় ধাপের পৌর নির্বাচন

মৌলভীবাজারে আ. লীগ-বিএনপিসহ ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা 

২০২০ ডিসেম্বর ৩১ ১৭:৪৩:৪৯
মৌলভীবাজারে আ. লীগ-বিএনপিসহ ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা 

মো. আব্দুল কাইয়ুম, মৌলবীবাজার : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব ফজলুর রহমান,রাজপথের বিরোধীদল বিএনপি মনোনিত দলীয় মেয়র প্রার্থী মো.অলিউর রহমান এবং সতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুর রহমান বাবুল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দলীয় নেতাদের সাথে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মামুনুর রশিদের কাছে প্রথমে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব ফজলুর রহমান। এসময় তার সাথে ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আকবর আলী,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ দলীয় নেতারা।

দুপুর পৌনে ১টার দিকে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ও সাবেক কাউন্সিলর মো. অলিউর রহমান দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং কর্মকর্তার কাছে। এসময় আওয়ামীলীগ-বিএনপির দুই মেয়র প্রার্থী মুখোমুখি হলে হাসিমুখে একে অন্য’র সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। বিএনপি দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান,সদর থানা বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক ও বিএনপি নেতা মনোয়ার আহমেদ রহমান।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমান বলেন, রাতের আঁধারে ভোট না হয়ে যদি দিনের বেলা সুষ্টু ভোট হয় তাহলে আমার বিশ্বাস নির্বাচনে আমি শতভাগ জয়ী হবো।

বিএনপি দলীয় মেয়র প্রার্থী ব্যবসায়ী অলিউর রহমান দুইবারের সাবেক কাউন্সিলর। এর আগে ২০১৬ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে মেয়র পদে অংশ নিলেও জয়ী হতে পারেননি। গত ২৫ ডিসেম্বর পূনরায় মেয়র পদে পৌর নির্বাচনে অংশ নিতে তিনি যুক্তরাজ্য থেকে দেশে আসেন।

এদিকে দুপুর ২টার দিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলার পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন সহ মোট ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,তৃতীয় ধাপের পৌর নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহার ১০ জানুয়ারি। এসব পৌরসভার সব কটিতেই ব্যালটের মাধ্যমে ভোট হবে।


(একে/এসপি/ডিসেম্বর ৩১, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test