E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ‘চাঁদের হাট’ প্রকল্পের যাত্রা শুরু 

২০২১ জানুয়ারি ০৩ ১৮:৩১:০৭
মাগুরায় ‘চাঁদের হাট’ প্রকল্পের যাত্রা শুরু 

মাগুরা প্রতিনিধি : মাগুরায় “চাঁদের হাট ” নামে একটি গ্রাম্য আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে ।

রবিবার দুপুরে সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক ।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা,অভিনেতা সাব্বির আহমেদ ও চাঁদের হাটের উদ্যোক্তা কৃষক মুনিবুর রহমান শুভ প্রমুখ । অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

চাঁদের হাটের উদ্যোক্তা কৃষক মুনিবুর রহমান শুভ জানান, ১৬ মাস আগে নিজ বাড়ির সামনে সাড়ে ৪ একর জমিতে আমি “চাঁদের হাট” নামে কৃষি খামার গড়ে তুলি । তারপর জেলা কৃষি বিভাগের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে একে একে দেশি হাঁসের খামার, দেশি মুরগির খামার, দেশি ব্লাক বেঙ্গল ছাগল ও গাভী খামারের প্রকল্প নিয়ে কাজ শুরু করি । খামারের পাশাপাশি পতিত জমিতে সবজি ও ফলজ গাছ রোপন করি । কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় আমি এত দূর এগিয়েছি । বর্তমানে আমার খামারে ২০ জন শ্রমিক কাজ করে । এ খামারের মাধ্যমে আমি পরিবেশ রক্ষা, আদর্শ খাদ্য উৎপাদন ও এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে কাজ করব ।

(ডিসি/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test