E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুত্র-কন্যাসহ ১০ দিন ধরে নিখোঁজ সাতক্ষীরার গৃহবধূ শিল্পী 

২০২১ জানুয়ারি ০৪ ১৭:৩০:৪৬
পুত্র-কন্যাসহ ১০ দিন ধরে নিখোঁজ সাতক্ষীরার গৃহবধূ শিল্পী 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবার পর গত ১০ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ শিল্পী রানী ঘোষের। তার সাথে থাকা মেয়ে চুমকি রাণী ঘোষ ও ছেলে  রুদ্র কুমার ঘোষেরও কোন খোঁজ পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

এদিকে স্ত্রী ও দুই সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন সাতক্ষীরার তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের স্বামী দীপংকর ঘোষ।

দীপংকর ঘোষ জানান, তার স্ত্রী হোমিও চিকিৎসক শিল্পী ঘোষ (৩৪), বড় মেয়ে চুমকি (১৩) ও ছেলে রুদ্রকে (৭) নিয়ে দু’ সপ্তাহ আগে তার বাপের বাড়ি তালা উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে যান। গত ২৫ ডিসেম্বর সেখান থেকে শিল্পী তার ছেলেমেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ঝড়গাছার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তাদের কাছে থাকা মোবাইল (০১৭৫৬-৯৬৯৭৯২ ও ০১৭০৭-৬৮৫১৫৩) বন্ধ পাওয়া গেছে।

দীপংকর ঘোষ জানান, তিনি তার আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তার শশুড় গোবিন্দলাল ঘোষ গত ২৭ ডিসেম্বর তালা থানায় ৯৯০ নং সাধারণ ডায়েরী করেছেন। পুলিশ তাদের খুঁজে পাবার বিষয়ে এখনও কোন ইতিবাচক তথ্য দিতে পারেনি বলে জানান তিনি। এমনকি তাদের ভাগ্যে কি ঘটেছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঝড়গাছা গ্রামের সুশ্রী কার্তিক ঘোষের সঙ্গে শিল্পীর পরকীয়া নিয়ে এলাকায় শালিস হয়েছে কয়েক বার। আশঙ্কা করা হচ্ছে কার্তিক ঘোষের টোপে পড়ে শিল্পীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, আমরা সাধারণ ডায়েরীর সূত্র ধরে খোজাখুজি করছি। এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

(আরকে/এসপি/জানুয়ারি ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test