E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গায় নতুন ভোটার ৪,৬৩৭ জন !

২০১৪ আগস্ট ২১ ১২:৩০:০৮
নলডাঙ্গায় নতুন ভোটার ৪,৬৩৭ জন !

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে। এবার এই উপজেলায় ৪ হাজার ৬’শ ৩৭ জন নতুন ভোটার হচ্ছে। ইতোমধ্যে তালিকা প্রণনয়নসহ ফরম পূরণের কাজ শেষ হয়েছে।

অপরদিকে গত ১৭ আগষ্ট থেকে ছবি তোলার কাজ শুরু হয়েছে, আগামী ২৭ আগষ্ট পর্যন্ত ছবি তোলার কাজ চলবে। নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন অফিস সুত্র জানায়, চলতি বছরে নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়নে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা প্রণনয়নের জন্য ৪ হাজার, ৬’শ ৩৭ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে ব্রক্ষপুর ইউনিয়নে ৭৪২ জন, মাধনগর ইউনিয়নে ৭৩০ জন, খাজুরা ইউনিয়নে ৭০৪ জন, পিপরুল ইউনিয়নে এক হাজার ২৯ জন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ১ হাজার ৭১ জন ও নলডাঙ্গা পৌরসভায় ৩৬১ জন।

অপরদিকে ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৭৮৫ জন মৃত ভোটার সনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্র মতে, নলডাঙ্গা উপজেলায় বর্তমান ভোটারের সংখ্যা ৯২ হাজার ৭৪৫ জন। নতুন ভোটার সংযুক্ত হলে এই উপজেলায় ভোটারের সংখ্যা দাঁড়াবে ৯৭ হাজার ৩৮২ জন।

নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার (চলতি দায়িত্ব) গোলাম আযম জানান, এই উপজেলায় ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা, মাইকিংসহ বিভিন্ন ভাবে প্রচারনা চালানো হয়। গত ১৭ আগষ্ট থেকে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন থেকে ছবি তোলার কাজ শুরু হয়েছে। আগামি ২৭ আগষ্ট পর্যন্ত এর কার্যক্রম চলবে। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।


(এমআর/জেএ/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test