E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিনামূল্যে দরিদ্র রোগীদের ব্যবস্থাপত্র ও রক্তের গ্রুপ পরীক্ষা

২০২১ জানুয়ারি ০৮ ২৩:৩১:৪০
বিনামূল্যে দরিদ্র রোগীদের ব্যবস্থাপত্র ও রক্তের গ্রুপ পরীক্ষা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নিবামূল্যে অসহায় দরিদ্র রোগীদের ব্যবস্থাপত্র ও রক্তের গ্রুপ পরীক্ষার কাজে এগিয়ে এলো রক্তযোদ্ধা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই সংগঠনের আয়োজনে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর বাজারে ইউশা মেডিকেল হল প্রাঙ্গণে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

রক্তদানে সচেতনতা সৃষ্টি ও নতুন রক্তদাতা সংগ্রহের লক্ষ্যে রক্তযোদ্ধা সংগঠন দিন ব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। এসময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মাহবুব আলম দিদার পপুলার মাল্টি কেয়ার হাসপাতাল কিশোরগঞ্জের পরিচালনায় প্রধান অতিথির এই কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক সাহাবুদ্দিন মিল্কি।

ডা. মাহবুব আলম দিদার জানান, তার অপর দুই সহযোগী নিয়ে ১শ ৫০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা এবং প্রায় ৮০ জনের বিনামূল্যে ব্যবস্থাপত্র দেন।

স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগী ইয়াসির আকন্দ জানান, রক্ত যোদ্ধা সংগঠনের এই কর্মসূচি আগামী দিনেও অব্যাহ থাকবে। তারা অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ব্যবস্থাপত্রের পাশাপাশি কিছু ঔষধও দিয়ে যাচ্ছেন।

(এসবি/এসপি/জানুয়ারি ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test