E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার 

২০২১ জানুয়ারি ০৯ ১৬:৪৭:৩৯
আমতলীতে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার শনিবার আমতলী কৃষি রেডিও অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ী ঢাকার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়াল। 

আমতলী কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার কৃষিবিদ মোঃ ইশা ইকবালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়াল, কৃষি তথ্য সার্ভিস, খামার বাড়ি, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন তথ্য কর্মকর্তা কৃষিবিদ মারুফ হোসেন, মোঃ মঞ্জুর হোসেন, আঞ্চলিক কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার সি,এম রেজাউল করিম, প্রাণি সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, আমতলী সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম তালুকদার, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাড শাহাবুদ্দিন পান্না। সভায় বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, কৃষি রেডিও’র প্রোগ্রামার মোঃ শামিম মিয়া। সেমিনার শেষে মীনা এ্যাওয়াডপ্রাপ্ত কৃষি রেডিও’র সেচ্ছাসেবক মেহেদী হাসানকে সম্মাননা স্বারক দেয়া হয়।

সেমিনারে বক্তারা কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। আমতলী কৃষি রেডিও’র তথ্য সেবা প্রান্তিক কৃষকদের মাঝে পৌছে দেয়ার ভুমিকা নিয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন।

(এন/এসপি/জানুয়ারি ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test