E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা গণপূর্ত বিভাগে নারী কর্মীকে শ্লীলতাহানীর চেষ্টা উচ্চমান সহকারীর

২০২১ জানুয়ারি ০৯ ১৭:৫৮:২২
সাতক্ষীরা গণপূর্ত বিভাগে নারী কর্মীকে শ্লীলতাহানীর চেষ্টা উচ্চমান সহকারীর

 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কু’প্রস্তাবে রাজী না হওয়ায় সাতক্ষীরা গণপূর্ত বিভাগে কর্মরত এক নারী কর্মীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে ওই অফিসের উচ্চমান সহকারী মো: আবুল হাসানের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে গত ৩ ১ ডিসেম্বর ওই নারী ওই প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ করেছেন।

নির্যাতনের শিকার সাতক্ষীরা গণপূর্ত বিভাগের কর্মরত ওই নারী জানান, একই প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী মো: আবুল হাসান প্রায়ই তাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তার দিয়ে আসছিল। কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি অফিসের কর্মকর্তাদের কিছু বলতে পারেননি। তবে অফিসের অন্য কয়েকজন নারী সহকর্মীকে তিনি বিষয়টি জানিয়েছিলেন।

গত ৩১ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে অফিসের হিসাবরক্ষক হাসানূর রহমানের মাধ্যমে উচ্চমান সহকারী মো: আবুল হাসান তাকে (ওই নারী) তার রুমে কাজের কথা বলে ডেকে পাঠায়। দাপ্তরিক কাজ সেরে ওই নারী বেলা সোয়া ১ টার দিকে উচ্চমান সহকারী আবুল হাসানের অফিসকক্ষে গেলে তাকে কুপ্রস্তার দেয়। এক পর্যায়ে অফিস কক্ষে ওই নারীকে আবুল হোসেন জড়িয়ে ধরার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের সহকর্মীরা ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্যাতনের শিকার ওই নারী ঘটনার সূত্রধরে ২ জানুয়ারি রোববার অফিসের মধ্যে পায়ের জুতা খুলে আবুল হাসানের মুখে ছুঁড়ে মারেন। পরবর্তীতে বিষয়টি নির্যাতনের শিকার ওই নারী নির্বাহী প্রকৌশলীকে লিখিত ভাবে জানায়ে এ ঘটনার যথাযত প্রতিকার চান এবং নিজের নিরাপত্তার দাবি জানান।

এ ব্যাপারে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের উচ্চমান সহকারী মো: আবুল হোসেনের কাছে বৃহস্পতিবার রাতে মুঠো ফোনে

জানতে চাইলে তিনি বলেন, এটা পরিকল্পিত। তাকে ব্লাক মেইল করা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনিও নির্বার্হী প্রকৌশলী বরাবর অভিযোগ দায়ের করেছেন।

সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগ পেয়ে ৪ জানুয়ারি স্টাফ অফিসার ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠণ করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে। একাই ভাবে উচ্চমান সহকারি ওই নারী সহকর্মীর বিরুদ্ধে পাল্টা একটি অভিযোগ দায়ের করেছেন। দু’টি অভিযোগ একআথে তদন্ত করা হবে। তদন্ত প্রতিবদেন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/জানুয়ারি ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test