E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরার আব্দুল মজিদ মন্ডল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ডিজিটালাইজেশনের উদ্বোধন

২০২১ জানুয়ারি ০৯ ১৮:২১:২৬
মাগুরার আব্দুল মজিদ মন্ডল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ডিজিটালাইজেশনের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ছোটফালিয়া গ্রামের আব্দুল মজিদ মন্ডল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ শিক্ষা কার্যক্রম আধুনিক ও ডিজিটালাইজেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

শনিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবী সংস্থা রান ডেভেলপমেন্ট সোসাইটির মহাসচিব গাউসুল আজম শিমু। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, স্বেচ্ছাসেবী সংস্থা এনএক্সটি ডিজিটাল বিডি লিমিটেডের মার্কেটিং ডাইরেক্টর শাকিব আল হাসান, রান ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালে ১৬ শতক জমির উপর আব্দুল মজিদ মন্ডল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টিতে বর্তমানে বিদ্যালয়টিতে ১৩৪ জন প্রতিবন্ধী শিশু লেখাপড়া করছে। শিক্ষার্থীদের লেখাপড়ার সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালনার জন্য একটি কম্পিউটারসহ সফ্টয়ার সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা এনএক্সটি ডিজিটাল বিডি লিমিটেড। এর ফলে মোবাইল ম্যাসেজের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকরা শিশুদের লেখাপড়া সংক্রান্ত সকল তথ্য জানতে পারবে।

(ডিসি/এসপি/জানুয়ারি ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test