E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

২০২১ জানুয়ারি ০৯ ২০:৩৬:৩৫
সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় শ্রী পরমহংসজী মহারাজের সমাধি  মন্দির ধ্বংস ও চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ব্যারিষ্টার যতীন্দ্র মোহন সেনের ঐতিহাসিক বাড়িতে হামলা ও ভাংচুররের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। 

শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখা এ কর্মসুচি পালন করে।

মানববন্ধন চলাকালে জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সহসভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী, সুধাংশ শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসিম দাশ সোনা, যুব ঐক্য পরিষদের অন্যতম নেতা মিলন রায় ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ্বাস প্রমুখ।

বক্তরা পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহম্মেদ এই মামলায় ঐতিহাসিক রায়ের জন্য ধন্যবাদ জানান এবং মন্দির ও সমাধি ধ্বংসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। একইসাথে চট্টগ্রাম রহমতগঞ্জে ব্যারিষ্টার যতীন্দ্র মোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়িকে জাদুঘর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বক্তারা যতীন্দ্র মোহন সেনগুপ্তের বাড়ি ভাঙচুরের সময় প্রতিবাদকারি বাংলাদেশ হিন্দুৃ বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্তকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানান।

(আরকে/এসপি/জানুয়ারি ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test