E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্মাণ দেখছে, মান দেখছে না

২০২১ জানুয়ারি ১০ ১৩:১৮:৩৪
নির্মাণ দেখছে, মান দেখছে না

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম একটি প্রকল্পের কাজ তদারকি দায়িত্বে নিয়োজিত থেকে নির্মাণ দেখছে, ব্যবহৃত কাঁচামালের মান দেখছেনা বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাউফল উপজেলার কালিশুরী-কনকদিয়া বাজার থেকে রাজাপুর গিয়াস মৃধা বাড়ি ও আব্দুর রহিম লেন সড়কের ম্যাকাডম ও কার্পেটিং কাজ চলছে। ২০১৯-২০ অর্থবছরে ২’হাজার ২শ’ মিটার প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। একই দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রকল্পের কাজে তদারকির দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও বিভিন্ন সূত্রের অভিযোগ, সড়ক ম্যাকাডম নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ঢালছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এলজিইডি দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম কাজ এগিয়ে নেয়ার তাগাদা দিচ্ছেন। কমপ্যাকশনের আগেই খোয়াগুলো ধুলা হয়ে যাচ্ছে সেদিকে খেয়ালই করছেনা তদারকি কর্মকর্তা মি. ইসলাম। বেড নির্মাণ ও বালু ভড়াট কাজও সিডিউল মোতাবেক না করলে, স্থানীয়রা তদরকি কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে সঠিক মানে কাজের দাবী জানান। কিন্তু তদারকি কর্মকর্তা মি. ইসলাম ও বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ’র নির্মাণকর্মীরা নিজেদের মতোই কাজ অব্যাহত রেখেছে।

এলজিইডি উপ-সহকারি প্রকৌশলী মো.শহিদুল ইসলাম’র কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। এ বিষয়ে বাউফল উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সুলতান আহম্মেদ বলেন, নির্মাণ কাজ পরির্দশন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এনসি/এসপি/জানুয়ারি ১০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test