E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাঁচ দফা দাবিতে বগুড়ায় অটোরিকশা-ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদের সমাবেশ

২০২১ জানুয়ারি ১০ ১৫:৩৯:৪৬
পাঁচ দফা দাবিতে বগুড়ায় অটোরিকশা-ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদের সমাবেশ

বগুড়া প্রতিনিধি : পৌরসভা থেকে অটোরিকশা-ভ্যান-ইজিবাইক-এর ট্রেড লাইসেন্স প্রদান, অটোরিক্সা ভাংচুর ও শ্রমিকদের শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ করা, রাস্তায় মোটরসাইকেলসহ গাড়ি পাকিং বন্ধ করা, ফুটপাত দখলমুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে আজ রবিবার (১০ জানুয়ারি) বগুড়া অটোরিক্সা-ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদের উদ্যগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় বনানীতে সমাবেশ শেষে পদযাত্রা কলোনী, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড ও মফিজ পাগলা মোড়ে পথসভা শেষে সাতমাথায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব কবির হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আব্দুল হাই-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ পারভেজ, আমিনুল ইসলাম, প্রভাষক রঞ্জন কুমার দে, শিক্ষানবীশ আইনজীবী দিলরুবা নূরী, অটোরিক্সা মালিক রাফিউল আলম সুমন, আবুল কাশেম, ফারুকুল ইসলাম মিন্টু, আরমান, শ্রমিক শাহাজাহান মোল্লা, নূরনবী, রুমেল প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, শহরের যানজট নিরসনের নামে প্রশাসন শহরের প্রাণকেন্দ্রে অটোরিক্সা-ভ্যান ঢুকতে দিচ্ছে না। অথচ যানজটের জন্য দায়ী অপ্রতুল রাস্তা। এর পাশাপাশি শহরের অভিজাত রেস্টুরেন্ট, বেসরকারি হাসপাতাল, ব্যাংক, শপিং মলের সামনে রাস্তা দখল করে মটর সাইকেল ও গাড়ি পাকিং করে রাখা হয়। ফুটপথগুলো ব্যবসায়ীদের দখলে। এদিকে পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই। তারা মিথ্যা অযুহাতে অটোরিক্সা- ভ্যানকে অবৈধ ঘোষণা করে কয়েক লক্ষ মানুষের জীবন অনিশ্চিত করে তুলেছে।

এসব যানবাহন আমদানি করা, দেশের অভ্যন্তরে ক্রয়-বিক্রয়ে সরকারী কোন নিষেধাজ্ঞা নেই। তাহলে এসব রাস্তায় চালানো অবৈধ কেন তা বোধগম্য নয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০০৯ সালের আইনকে সংশোধন করে ২০১৪ সালের ২১ অক্টোবর যে গেজেট প্রকাশ করে, তার ৬নং অনুচ্ছেদের ১৭ নং ধারা অনুযায়ী ভাড়ায় বা বাণিজ্যিক কাজে চালিত তিন চাকার যান্ত্রিক যানবাহনের ট্রেড লাইসেন্স পৌরসভা দিতে পারে। তারপরও বগুড়া পৌরসভা কেন সময় ক্ষেপণ করছে? সরকারি উদ্যোগে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত সুষ্ঠুভাবে অটোরিক্সা-ভ্যান-ইজিবাইক চালানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ট্রেড লাইসেন্স সহ সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ এবং চলমান সেই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের আহ্বান জানান।

এদিকে বগুড়া অটোরিক্সা-ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবীতে অান্দোলনের কারনে বগুড়া শহরে ভাড়ায় চালিত কোনো অটোরিক্সা, ভ্যান ও ইজিবাইক পাওয়া যাচ্ছে না এবং প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া জনসাধারণ পড়েছে মহাদুর্ভোগে। জনসাধারণ এই জনদুর্ভোগ হতে মুক্তি পেতে প্রশাসনের গঠনমূলক পদক্ষেপ প্রত্যাশা করে।

(আর/এসপি/জানুয়ারি ১০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test