E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজীবকে চেয়ারম্যান হিসেবে পেতে চায় ২নং চরবাটাবাসী

২০২১ জানুয়ারি ১০ ১৮:৫৪:৪০
রাজীবকে চেয়ারম্যান হিসেবে পেতে চায় ২নং চরবাটাবাসী

নোয়াখালী প্রতিনিধি : এসময়ের তুখোড় ছাত্র নেতা বর্তমান সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজীবকে আবারো ২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পেতে চায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়ন জনসাধারণ।

মুজিব আদর্শের সৈনিক, পরিচন্ন তরুন রাজনিতীবিদ আমিনুল ইসলাম রাজিব, ২০১২ সালে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন সেই থেকে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগে সুসংগঠিত করতে দীর্ঘ ৯ বছর পরিশ্রম করেছেন, তার হাতে গড়া ছাত্রলীগ আজ অধিক শক্তিশালী। দূর্নীতি, মদক মুক্ত করনে তার অবদান ছিলো সবার মুখে মুখে।

২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মরহুম মোশারেফ হোসেন মারা যাওয়ার পর উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় লাভ করেন, দীর্ঘদিন প্রায় ১ বছর চেয়ারম্যান থাকাবস্তায় করেছেন অনেক উন্নয়ন। বঙ্গকন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাততে শক্তিশালী করতে দিনরাত খেটেছেন।

আসন্ন মার্চ ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে ভোট করবেন বলে আশা ব্যাক্ত করেন তিনি। এদিকে করোনা কালে নিজের জীবন বাজী রেখে, অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন তিনি। এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ করছেন সমান তালে।

চরবাটা ইউনিয়নের প্রতিটি গ্রামে চলছে রাজীবকে নিয়ে আলোচনা, সাধারণ মানুষ বলছেন, বর্তমান সময়ে যুবকরা এগিয়ে এলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব।

এক সাক্ষাতকারে আমিনুল ইসলাম রাজিব বলেন, আমি মানুষের সেবা এবং মাদক সন্ত্রাস বন্ধ করে ছাত্র এবং যুব সমাজকে সাথে নিয়ে এলাকার সুবিধাবঞ্চিতদের মুখে হাঁসি ফোটাতে চাই।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন, একজন স্বচ্ছ এবং পরিশ্রমি রাজনিতীবিদ জনপ্রতিনিধি হলে সমাজে অপরাধ কমে যাবে অনেকাংশে। এদিকে সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে এখনই শুরু হয়ে গেছে ভোটের হাওয়া। যে যার দলের প্রার্থীদের নিয়ে করছে আলোচনা।

(এস/এসপি/জানুয়ারি ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test