E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্ণফুলীতে পিলার ছাড়াই দুই তলা ঘর নির্মাণ!

২০২১ জানুয়ারি ১০ ২৩:৫৮:২৮
কর্ণফুলীতে পিলার ছাড়াই দুই তলা ঘর নির্মাণ!

চট্টগ্রাম প্রতিনিধি : রড ছাড়াই ভবনের পিলার আর রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাই দেয়ার কথা আমরা বহুবার শুনেছি। এবার চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে পিলার ছাড়াই দু’তলা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর কাছে এধরনের একটি অভিযোগ দায়ের করছেন চরলক্ষ্যার আব্দুল মন্নান (৪০)। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

জানতে চাইলে ইউএনও শাহিনা সুলতানা বলেন, আমার কাছে এখনো এ ধরনের কোন অভিযোগ আসেনি। হয়তো আমার অফিসে সিএ’র কাছে দিয়ে গেছেন। তারপরেও অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগ সুত্র ও ভুক্তভোগিরা জানান, উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিজুর মেম্বার বাড়ির মৃত নুর আহমদের ছেলে সকির আহমদ অভিযোগকারী মন্নানের প্রতিবেশী হন। প্রতিবেশি হিসেবে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে ভালো সম্পর্ক গড় ওঠে। কিন্তু বিপত্তিবাধে যখন পাকা ঘর নির্মাণ করে প্রতিবেশি সকির। কেনোনা পরিক্ষিত রড ও পিলার ছাড়াই পাকা দু’তলা ঘর নির্মাণ করছেন। এতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ৩০/৪০ ফুট উপরে দেয়াল তুলে ঘর তৈরি করা হচ্ছে। শুধুমাত্র সাধারণ ইট দিয়ে পাকা ঘর তৈরি করাটা প্রতিবেশির নিরাপত্তায় ঝুঁকি বাড়িয়ে তুলেছে। কারণ নির্মাণাধীন দুতলা ঘরের সাথে একদম লাগোয়া টিনের ঘর ভুক্তভোগি আব্দুল মন্নানের। ফলে রাত গভীর হলে বউ বাচ্চা নিয়ে ভয়ে আড়ষ্ট থাকেন তিনি। চোখে ঘুম আসেনা প্রাণের ভয়ে। নিজে ও পরিবারের অন্যান্য সদস্যদের জীবনও হুঁমকিতে রয়েছে বলে মনে করেন তিনি। কেনোনা হঠাৎ দুর্যোগ ও ভুমিকম্প হলে ঘরটি ধসে পড়ার আশঙ্কা করছেন তিনি। এতে প্রাণহাণির মতো মারাত্মক দূর্ঘটনার সম্ভবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, প্রতিবেশি সকির আহমদ এর পিলারবিহীন পাকা ঘরটির চারপাশে অনেক গরিব মানুষের ছাউনি ঘর রয়েছে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, অপরিকল্পিত এ ঘর নির্মাণ করায় আশেপাশের অনেকে আতঙ্কে রয়েছেন। অতিদ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী। এমনকি প্রতিবেশীদের জীবন ও সহায় সম্পত্তি রক্ষায় ভুক্তভোগি আব্দুল মন্নানের আকুতি রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে অভিযোগের সত্যতা স্বীকার করে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ নিয়ে পরিষদে এসেছিলো কিন্তু বিষয়টি একটু জটিল মনে হওয়ায় আমি তাদেরকে ইউএনও স্যারের কাছে যেতে সুপারিশ করেছিলাম। এরপর কি হলো সেটা আমি জানবো না।’

অভিযুক্ত সকির আহমদ বলেন, আমি আমার জায়গায় গ্রামের ইব্রাহিম মেস্ত্রী দিয়ে ঘর তৈরি করছি। পিলার ছাড়া নয়, বরং ৮/১০টি ইটের পিলার দিয়েছি। এরপরেও কেন অভিযোগ দিয়েছেন আমি জানিনা।’

(জেজে/এসপি/জানুয়ারি ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test