E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে জজ কোর্টের রায় হাইকোর্টে স্থগিত

২০২১ জানুয়ারি ১১ ১৯:২১:৩১
সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে জজ কোর্টের রায় হাইকোর্টে স্থগিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেসক্লাব সংক্রান্ত আপিল মামলায় জেলা জজ আদালতের অবজারভেশন ও ডাইরেক্টশন ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মহামান্য হাইকোটের বিচারপতি একেএম শাহিদুর রহমানের একক বেঞ্চে সোমবার শুনানী শেষে এ আদেশ দেন।

এর আগে সাতক্ষীরা জেলা জজ আদালতে মিস আপিল ৩১/২০ নম্বর মামলায় গত বছরের ১৪ ডিসেম্বর দেওয়া রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করেন অধ্যাপক আবু আহমেদ। যার সিরিয়াল নম্বর ৫৭ এবং এন্টি সিরিয়াল নম্বর ৩৬। অধ্যাপক আবু আহমেদের পক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র এডভোকেট এম কে রহমান, এডভোকেট মোহাম্মাদ হোসেন ও এডভোকেট তৌহিদুর রহমান।

উল্লেখ্য, সাতক্ষীরা প্রেসক্লাব দখল সংক্রান্ত মামলায় সাতক্ষীরা সদর জ্যেষ্ঠ সহকারি জজ আদালতের বিচারক নাসিরউদ্দিন ফারাজি আবু আহম্মেদ ও মমতাজ আহম্মেদ বাপ্পির নেতৃত্বাধীন কমিটিকে বহাল করে ভোটার তালিকা ও নির্বাচন সংক্রান্ত নির্দেশনা দিয়ে গত বছওেরর ৭ সেপ্টেম্বর এক যুগান্তকারি আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপীল করেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম। গত ১৪ ডিসেম্বর ২০২০ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোঃ মফিজুর রহমান দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম এর আপীল নামঞ্জুর করেন এবং সর্বশেষ নির্বাচিত সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির নেতৃত্বাধীন কমিটির পক্ষে রায় প্রদান করেন।

বিজ্ঞ আদালত একই আদেশে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যপদ যাচাই-বাছাই ও নতুন সদস্যপদ প্রদানের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারকে প্রধান করে জেলা প্রশাসক, এনএসআই, ডিজিএফআই এর একজন করে প্রতিনিধি এবং জেলা নির্বাচন অফিসার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করে ৪০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আদেশ দেন। বিজ্ঞ আদালতের এই আদেশের একাংশ সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক এবং সাংবাদিকদের জন্য অমর্যাদাকর হওয়ায় প্রেসক্লাবের পক্ষে সভাপতি অধ্যাপক আবু আহমেদ কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন মামলাটি দায়ের করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ হাইকোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন

(আরকে/এসপি/জানুয়ারি ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test