E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কাপাসিয়ায় ছাত্রদলের বিক্ষোভ 

২০২১ জানুয়ারি ১২ ১৫:০০:১৩
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কাপাসিয়ায় ছাত্রদলের বিক্ষোভ 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজ ১২ জানুয়ারি মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাপাসিয়া সদর বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে ঢাকা সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক খান রাজিব, যুগ্ম আহবআয়ক রাশেল পালোয়ান, ইয়াহিয়া ফরাজি, আবু হানিফা, আহবায়ক সদস্য ফারুক হোসেন, সাদিক, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন সরকার, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, তুষার সিকদার, সদস্য রাফাত, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা মানিক বাদশা, রাকিব, জাহিদ, সজিব, আনিছ, বঙ্গতাজ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম, ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন, নাজির, আলতাফ, তরগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা হাসিব সরদার, মাজহারুল, তারেক, সায়েম, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল, তারেক আজিজ, সিংহশ্রী ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ তালুকদার, ইমরান হোসেন ইমন, হিমেল, টোক ইউনিয়ন ছাত্রদল নেতা সৈকত, রাশেল, বারিষাব ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রমূখ।

এছাড়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।

ঊল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত এক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ফলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সংক্ষুব্ধ ফরমানের প্রতিবাদে মঙ্গলবার একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

(এসকে/এসপি/জানুয়ারি ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test