E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যালয় দখল করে ইউপি চেয়ারম্যানের বসবাস

২০২১ জানুয়ারি ১২ ১৬:৩৩:০৭
বিদ্যালয় দখল করে ইউপি চেয়ারম্যানের বসবাস

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার এক চেয়ারম্যান দেড় বছর ধরে বিদ্যালয় দখল করে বসবাস করার অভিযোগ উঠেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, উপজেলার নবগঠিত ইউনিয়ন চরবোরহান’র চেয়ারম্যান মোঃ নজির আহমেদ সরদার নির্বাচনের পরে ১০২ নং চরবোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে দুই রুম দখল করে দেড় বছর ধরে দাপ্তরিক কর্যক্রম পরিচালনা ও বসবাস করে আসছে। বিদ্যালয়ের সামনে হাঁস-মুরগি পালনে নির্মিত খাঁচা থাকায় বিদ্যালয়ে সৌন্দর্য্য বিনষ্টসহ পরিবেশ দূষণ করছে। উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে বিষয়টি জানানো হলেও চেয়ারম্যান নজির আহমেদ সরদার দখল ছাড়ছেনা।

ওই স্কুলের প্রধান শিক্ষক শুনিল বাবু জানান, আমি তাকে স্কুলের ভবন ছাড়তে বলেছি, কিন্তু ইউপি চেয়ারম্যান কক্ষ না ছাড়লে আমার কিইবা করার আছে।

সরেজমিনে পরির্দশন করে দেখা গেছে, বিদ্যালয়ের সামনে হাঁস-মুরগির খাঁচা, বিদ্যালয়ের এক কক্ষে বসবাস কক্ষ, ওই কক্ষের সামনে বারান্দা নির্মাণ করে রান্না ঘর নির্মাণ করেছে। মাঝখানের কক্ষে ইউনিয়ন পরিষদের কাজ ও গেষ্টরুম হিসেবে ব্যবহার করছে। বিদ্যালয়ের সামনে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির লাইন নির্মাণের তার ও এক রুমে ক্ষুদ্র যন্ত্রাংশ রাখা আছে। অপর রুমটি সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক বাসাবাড়ীর মালামাল রেখে নিজে দখল করে আছে।

অভিযোগের বিষয়ে চরবোরহান ইউপি চেয়ারম্যান মোঃ নজির আহমেদ সরদার বলেন, বিদ্যালয়টি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়নের মধ্যখানে। এখান থেকে ইউপি কার্যক্রম পরিচালনা করা হলে সুবিধা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানে আসেন না। তবে আমি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে ভবন ব্যবহারের বিষয়টি জানিয়েছি। সেন্টার বাজারে অস্থায়ী ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহৃত রেডক্রিসেন্ট ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনিরাপদ। বিদ্যালয়ের নতুন ভবন থাকা ও ইউপি ভবন না থাকায় বাধ্য হয়ে রয়েছি এখানে।

(এনসি/এসপি/জানুয়ারি ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test