E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে যুবলীগ নেতা মাসুদের সাহসীকতায় বেঁচে গেলো একটি তাজা প্রাণ

২০২১ জানুয়ারি ১২ ১৭:০৩:১৩
সুবর্ণচরে যুবলীগ নেতা মাসুদের সাহসীকতায় বেঁচে গেলো একটি তাজা প্রাণ

নোয়াখালী প্রতিনিধি : "ভাই গো আপনারা কে কোথাই আছেন আমারে বাঁচান, আমি বাঁচতে চাই"। নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে ট্রাক্টর নিচে চাপা পড়ে এমনই ভাবে বাঁচার আকুতি যানাচ্ছিলেন ট্রাক্টর চালক সোহেল।

রাত তখন সাড়ে ১১ টা সরু সড়কে কোন জনমানব নেই। তখনই তার এমন আর্তচিৎকার শুনে কিছুদূর থেকে দৌঁড়ে এলেন যুবলীগ নেতা মাসুদ।তাকে দেখে ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়া ড্রাইভার আরো জোরে কাকুতি মিনতি করতে থাকে। কিছু না ভেবেই তাকে বাঁচাতে কনকণে শীতকে উপেক্ষা করে নিজেই ঝাঁপিয়ে পড়লেন। নিজে একা না পেরে চিৎকার করতে থাকেন এগিয়ে এলেন পার্শ্ববর্তীরা। কিন্তু কেউ তাকে বাঁচাতে পানিতে নামতে রাজি নয়। তখনই এলাকার স্থানীয় যুবক কামরুল ইসলাম জুয়েলও নেমে পড়েন চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করতে এবার আরো কয়েকজন নেমে পড়লেন। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর জীবিত উদ্ধার করেন ট্রাক্টর চালক সোহেলকে।

দ্রুত তারা আহত সোহেলকে স্থানীয় চরজব্বর হাসপাতালে নিয়ে যান অবস্থা আশংকাজনক দেখে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করার প্রস্তাব দেন। তখনো মাসুদের যেন চিন্তার শেষ নেই। কনকনে শিতে ভেজা জামা নিয়েই এম্বুলেন্স রেডি করে রাওয়ানা হন হাসপালের উদ্দ্যেশ্যে রাত তখন প্রায় ১টা। খবর পেয়ে হাসপাতাল নেয়ার মাঝ পথে এসে আহতকে সনাক্ত করেন তার স্বজনরা। স্বজনদের হাতে তুলে দিয়ে বাড়ী ফিরেন মাসুদ, হাসপাতাল নেয়ার পর তার খবরাখবর নিতে ডাক্তারকে ফোন করেন মাসুদ ডাক্তার বললেন “আর একটু সময় দেরি হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতোনা”।

এমনই মর্মান্তিক ঘটনা ঘটে ১১ জানুয়ারি (সোমাবার রাত সাড়ে ১১ টার সময়) সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরজুবিলী গ্রামে।

মাসুদ জানান, চরজুবিলী গ্রামের স্থানীয় জুবলী সড়ক (তার বাড়ীর সামনে) ১টি বড় ট্রাক্টর ট্রলি পড়ে যায়। বিকট শব্দ শুনে এগিয়ে আসেন তিনি। শিতের মধ্যে নিজে একাই চাপা পড়ে থাকা ড্রাইভারকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে তার চিৎকারে বহু লোক এগিয়ে এলেও কেউ ঠান্ডা লাগার ভয়ে চাপা পড়া লোকটিকে উদ্ধার করতে আসছে না, অনেক অনুরোধ করার পর এলাকার কয়েকজন লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজ শেষ করেন তারা। এ ঘটনায় যুবলীগ নেতা মাসুদকে হিরো আখ্যায়িত করে সোস্যাল মিডিয়া চলছে আলোচনার ঝড়। মোঃ মাসুদ সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান তিনি ইতি পূর্বেও এরকম অনেক ঘটনায় এগিয়ে এসে অনেকের প্রাণ বাঁচিয়েছেন।

আহত সোহেল একই উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়নের সমিতির বাজারের স্থায়ী বাসিন্ধা বলে জানাযায়। সোহেল(২৮) বর্তমানে নোয়াখালী রয়েল হসপিটালে চিকিৎসাধিন আছেন।

(এস/এসপি/জানুয়ারি ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test