E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জে শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

২০২১ জানুয়ারি ১২ ১৭:২৪:৪৫
কালিগঞ্জে শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈদ্যুতিক শট সার্কিটের ফলে এক ভ্যান চালকের বসত বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ন্যাসীর চক গ্রামের ভ্যান চালক কামাল হোসেন জানান, তক্তার বেড়া ও গোলপাতার বসত ঘরে তিনি বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তিনি দু’ সন্তানকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে তিনি বাইরে থেকে আগুন আগুন চিৎকারে জেগে ওঠেন। দু’ সন্তানকে নিয়ে কোন রকম ঘরের বাইরে আসতে পারলেও স্থানীয়দের আগুন নেভানোর আগে ঘরের মধ্যে থাকা তার সংসারের সকল জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।

বৈদ্যুতিক শটসার্কিটের ফলে এই আগুল লাগতে পারে বলে তিনি মনে করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, তিনি লোকমুখে বিষয়টি শুনলেও কেউ তার কাছে এ নিয়ে অভিযোগ করেনি।

(আরকে/এসপি/জানুয়ারি ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test