E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, লড়াই হবে ত্রিমুখী

২০২১ জানুয়ারি ১২ ২২:৫৮:৫১
সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, লড়াই হবে ত্রিমুখী

নীলফামারী প্রতিনিধি : ধানের শীষের প্রার্থী নেই সৈয়দপুর পৌরসভা নির্বাচনে । নৌকার প্রার্থী হয়েছেন নতুন মুখ । একজন শিল্পপতি প্রার্থী হওয়ায় আগাম কোন কিছুই বলা যাচ্ছে না সৈয়দপুর পৌরসভার নির্বাচনের ফলাফল কি হতে চলেছে । তবে, লড়াই হবে ত্রি-মুখী-একথা এখন মুখে মুখে । 

ধানের শীষ পেয়েছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান । বিএনপির মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন চার বারের মেয়র আমজাদ হোসেন সরকার । কিন্তু, সাপে বর, অসুস্থ্যতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি মনোনীত প্রার্থী । এতে বিএনপির নেতা-কর্মীরা বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন সরকারের পক্ষে মাঠে নেমে পড়ে । ‘নারিকেল গাছ’ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন ।

অতীতের মেয়রদের ব্যর্থতার ফিরিস্তি নিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন জাতীয় পার্টির নেতা শিল্পপতি সিদ্দিকুর আলম । তিনি ভোটারদের বোঝাতে চাইছেন, এতোদিন যারা মেয়রের দ্বায়িত্বে ছিলেন তারা পৌরসভার উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারেন নি । একারণে এই শহর এখন পরিণত হয়েছে জলাবদ্ধতা, যানজট এবং নাগরিক সুবিধাহীন একটি শহরে ।

এবার প্রথম প্রার্থী হয়ে নৌকার মাঝি হয়েছেন রাফিয়া আকতার জাহান । তিনি সদ্য প্রয়াত প্রখ্যাত শ্রমিক নেতা আকতার হোসেন বাদলের সহধর্মিনী । নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক তাঁর নির্বাচন পরিচালনা কমিটির দ্বায়িত্ব পালন করছেন । আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ তাঁকে বিজয়ী করতে দিন-রাত একাকার করে দিয়ে কাজ করে যাচ্ছে ।

আগামী শনিবার সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার মোট ৯৩ হাজার ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । মোট পাঁচ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলেও এই নির্বাচন মূলত হবে ত্রি-মুখি ।

(কে/এসপি/জানুয়ারি ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test