E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রি'র বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা উদ্বোধন বৃহস্পতিবার

২০২১ জানুয়ারি ১৩ ১৪:৩০:১৫
ব্রি'র বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা উদ্বোধন বৃহস্পতিবার

স্টাফ রির্পোটার, গাজীপুর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৯-২০ এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গাজীপুরে ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি সম্পাদক ও প্রকাশনা জনসংযোগ বিভাগ থেকেপ্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত ভাষণ দেবেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।

অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আবুবকর ছিদ্দিক।
কর্মশালায় ‘গবেষণা অগ্রগতি ও অর্জন ২০১৯-২০’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্রির পরিচালক (গবেষণা) ড. কৃষ্ণপদ হালদার। ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ছয়দিন ধরে চলবে কর্মশালার বিভিন্ন কারিগরী অধিবেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে গত বছর ধান গবেষণা ও সম্প্রসারণ কাজের অর্জন ও অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে। কর্মশালার কারিগরী অধিবেশনগুলোতে গত এক বছরে ব্রির ১৯টি গবেষণা বিভাগ ও নয়টি আঞ্চলিক কার্যালয়ের গবেষণা ফলাফল সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা হবে।

(এস/এসপি/জানুয়ারি ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test