E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়া পৌর নির্বাচনে তিন সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ১৩ নারী

২০২১ জানুয়ারি ১৩ ২০:০৫:৪৮
কেন্দুয়া পৌর নির্বাচনে তিন সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ১৩ নারী

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া পৌরসভার নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা ও দৌড় ঝাপ। প্রত্যেকেই নিজ নিজ কৌশলে ভোটারদের কাছে নিজেদেরকে তুলে ধরছেন অতিতের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে। নির্বাচনে তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন তের নারী। এরা কেউই বসে নেই। 

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, শুভেচ্ছা বিনিময় সহ আত্মিয়তার ঝালাই। ডিজিটাল পদ্ধতির প্রচার মাইকে প্রচার প্রাচারনায় বেলা ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত অবিরাম চলতে থাকে প্রার্থী নিয়ে নানান উপস্থাপন। অবশেষে ষোল জানুয়ারির নির্বাচনে কার ভাগ্যে শিকে ছিড়ে তা এই মুহুর্তে কেউই বলতে পারছেননা। পোষ্টারে ছেয়ে গেছে পথ ঘাট, কোন কোন স্থানে পোষ্টার সাটানোর ফলে আকাশ পর্যন্ত দেখা যায় না। সংরক্ষিত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী হয়েছেন।

এদের মধ্যে পারুল আক্তার বলপেন, মনোয়ারা আক্তার জবা ফুল, মোছাঃ বকুলা আক্তার আনারস ও সীমা রানী পন্ডিত চশমা। ২নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে খায়রুন্নাহার খানম আনারস, নূরেছা আক্তার চশমা, মোছা বিলকিস আক্তার (জবা) জবা ফুল, মোছা সনজিতা আক্তার অটো রিকসা, সুমি আক্তার টেলিফোন, ৩ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে আফরোজা আক্তার খন্দকার অটো রিকসা, পাপিয়া আক্তার আনারস, মোছা জান্নাতুন নেছা জবা ফুল ও শিল্পী আক্তার চশমা প্রতীক নিয়ে লড়ছেন।

(এসবি/এসপি/জানুয়ারি ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test