E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারচুপি নয় সুষ্ঠু নির্বাচনে মেয়র হতে চাই : কাদের মির্জা

২০২১ জানুয়ারি ১৪ ১৩:২৮:৪৮
কারচুপি নয় সুষ্ঠু নির্বাচনে মেয়র হতে চাই : কাদের মির্জা

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনী প্রচারণার শেষ দিনে পথসভা চালিয়ে যাচ্ছেন বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের মির্জা।

পথসভায় আব্দুল কাদের মির্জা বলেন, ‘আমার জন্য যদি কেউ ভোট কারচুপি করে আল্লাই যেন আমাকে মৃত্যু দান করে, কিছু এমপিরা রাতে মদ খেয়ে নারী নিয়ে ফূর্তি করে, কয়েকজন টেন্ডারবাজী করে চলে এসব বন্ধ করতে হবে।’

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কেন্দ্র দখল করে কেউ কোম্পানিগঞ্জ থেকে ফিরে যেতে পারবে না, সবাইকে হাত, পা ভেঙ্গে রেখে দিবে জনগণ, জনগণ অন্যায় মেনে নিবে না। আমি চাই সারা দেশে একটি বিল্পব ঘটাতে, সুষ্ঠু নির্বাচনে আমি মেয়র হতে চাই, ভোট কারচুপি করে নয়। কাওকে আমার জন্য ভোট চুরি করতে হবে না।

এ সময় তিনি ছন্দে ছন্দে স্লোগানের সুরে বলেন ‘সরম যদি লাগে গো, ঘোমটা পিন্দি চলো গো’

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিবারের মতো বিভিন্ন নেতাকর্মীর দুর্নীতিবাজদের কঠোর সমালোচনা করেন। একই সাথে তিনি এখনো পর্যন্ত নেত্রী সাপোর্ট থাকায় নৌকার প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যেতে পারছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি অনেক সত্য কথা বলতে পারেন না তিনি ন্যায় নীতির সাথে কাজ করেন। তিনি আমাকে কোন ধরনের চাপ সৃষ্টি করেননি তুমি তোমার ভোটের কাজ চালিয়ে যাও কারণ তিনি ন্যায় নীতির কথা বলেন।

তিনি বলেন, আমার কথা বলার উদ্দেশ্য হল নোয়াখালী অপরাজনীতির বিরুদ্ধে ও নোয়াখালী রাজনীতির আমূল পরিবর্তন আনা এ অঞ্চলে প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান বেলায়েত এবং অধ্যাপক খায়রুল আনাম সেলিম ও ফেনীতে জয়নাল হাজারীর মাধ্যমে আমূল পরিবর্তন সম্ভব।

তিনি আরো বলেন, তারা আমাদের কাছে ভোট কেড়ে নিয়েছে টাকা দিয়ে ভোট কিনে নিতে চায় যত টাকা দিয়ে ভোট কিনতে চায় আপনার সেই টাকা খেয়ে নিন তারপর ও সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিবেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, আমাদের এলাকার নির্বাচন কমিশন সাদাত হোসেন গতকাল আসার কথা ছিল কিন্তু তিনি কেন আসেন নাই এ নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তারা যেকোন ভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে যতই নির্বাচন বানচাল করার চেষ্টা করুক আপনারা কঠোরভাবে এর প্রতিবাদ করবেন।

(এস/এসপি/জানুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test