E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা

২০২১ জানুয়ারি ১৪ ১৮:১৫:০৬
জামালপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সচেতনতায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' শ্লোগানে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম. জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা পথসভায় অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তারা বলেন, 'বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে গেছে। জনসাধারণ যে কোনো মুহূর্তে পুলিশের মাধ্যমে সব ধরনের সেবা পাচ্ছে। এ সেবা অব্যাহত থাকবে।'

(আরআর/এসপি/জানুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test