E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় রেল লাইন দ্রুত বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে মানববন্ধন 

২০২১ জানুয়ারি ১৪ ১৯:৩৬:১৯
সাতক্ষীরায় রেল লাইন দ্রুত বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল খননে অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পান দুর্গত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সংগঠনটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, এড. শেখ আজাদ হোসেন বেলাল, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবুল, আব্দুল বারী, প্রভাষক ইদ্রিস আলী, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধনের বক্তারা বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দিলেও তার সুফল জনগন পাচ্ছে না। বক্তারা এ সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নাভারন- মুন্সিগঞ্জ রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল খননে অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পান দুর্গত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিসহ আশু বিভিন্ন সমস্যা সমাধানে সরকাররের দৃষ্টি আকর্ষণসহ আগামী বাজাটে সাতক্ষীরা জেলার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানানো হয়।

(আরকে/এসপি/জানুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test