E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬.৫ ডিগ্রি

২০২১ জানুয়ারি ১৫ ১৮:৩৫:২০
নওগাঁয় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬.৫ ডিগ্রি

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সকালে নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গত দুইদিন নওগাঁয় দেশের সর্বনিম্ম তাপমাত্রা বিরাজ করছিল। ৬.৫ ডিগ্রি তাপমাত্রা নওগাঁর ইতিহাসে সর্বনিম্ম তাপমাত্রা। তাই কনকনে শীতে কাঁপছে উত্তরের জেলা নওগাঁ ও তার আশেপাশের অঞ্চল।

দ্বিতীয় দফায় নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে সাধারণ মানুষরা চরম ভোগান্তিতে পড়েছে। শীত বস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষরা কষ্ট পোহাচ্ছে। শীতের কারণে সন্ধ্যা হতে না হতেই ফাঁকা হয়ে যাচ্ছে জনমুখর স্থানগুলো। দিনের বেলায় নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে তাপমাত্রা কমতে শুরু করে। উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতের খেটে-খাওয়া বিশেষ করে দিনমজুর, ভবঘুরে, গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষরা চরম বেকায়দায় পড়েছে।

শীত নিবারনের জন্য সরকারের পক্ষ থেকে যে পরিমান গরম কাপড় প্রদান করা হচ্ছে তা অত্যন্ত অপ্রতুল। তাই কোন মতে এই অঞ্চলের শীতার্ত মানুষরা শীত নিবারন করছে। অপরদিকে প্রচন্ড শীতে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জেলার প্রতিটি হাসপাতালে পা ফেলার জায়গা নেই। তবে জেলার কোথাও এখন পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত কোন শিশু বা বৃদ্ধের মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সবচেয়ে শীতলতম মাস জানুয়ারির প্রায় মাঝামাঝি এসে এই মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই শৈত্যপ্রবাহ আরো ২/৩ দিন থাকতে পারে। তবে জেলায় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

(বিএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test