E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রাম রেল যোগাযোগ সার্বিক উন্নয়নের দাবিতে গণ কমিটির স্মারকলিপি প্রদান

২০২১ জানুয়ারি ১৭ ১৬:১০:৩৯
কুড়িগ্রাম রেল যোগাযোগ সার্বিক উন্নয়নের দাবিতে গণ কমিটির স্মারকলিপি প্রদান

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রবিবার কুড়িগ্রামে রেল যোগাযোগ সার্বিক উন্নয়নের দাবিতে রেল-নৌ, যোগযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি কুড়িগ্রাম জেলা শাখা রেলপথ মন্ত্রনালয়ের রেলপথ পরিদর্শন অধিদপ্তরের সরকারি রেল পরিদর্শকের হাতে ৬টি যৌক্তিক দাবী তুলে ধরে স্মারকলিপি প্রদান করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট থেকে গ্যাংকার যোগে রেলপথ মন্ত্রনালয়ের সরকারি রেল পরিদর্শক অসীম কুমার তালুকদার সহ রেল কর্মকর্তাগণ রেলপথ পরিদর্শনে আসলে রাজারহাট স্টেশন পশ্চিম রেল গেট টি/১৫/ জে তে এসে পৌচ্ছিলে শত শত রাজারহাটবাসী গ্যাংকারটি থামিয়ে দেয়।

এসময় গণকমিটিসহ রাজারহাটবাসী সরকারি রেল পরিদর্শক অসীম কুমার তালুকদাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর রেল যোগাযোগ সার্বিক উন্নয়নের দাবিতে গণকমিটি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য খন্দকার আরিফ তিস্তা-রমনাবাজার সেকশনে চলাচলকারী বন্ধ হয়ে থাকা একমাত্র ২য় শ্রেণির ৪২১/৪২২,৪১৫/৪১৬ রমনা লোকাল ট্রেনটি পূনরায় চালুকরণ এবং ৪১৫/৪১৬ রমনা লোকাল ট্রেনটির গন্তব্যস্থল তিস্তা-রমনা বাজারের পরিবর্তে রমনাবাজার- রংপুর নির্ধারণ করণ, রমনাবাজার শান্তাহার ও রমনাবাজার পঞ্চগড় রুটে মেইল/কমিউটার ট্রেন চালু করণ, কুড়িগ্রাম এক্সপ্রেসের রাজারহাট স্টেশনে যাত্রা বিরতী করণ, রংপুর এক্সপ্রেসের উৎপত্তিস্থল রংপুরের পরিবর্তে কুড়িগ্রাম নির্ধারণ, কুড়িগ্রাম এক্সপ্রেসকে নির্ধারিত শুরুর স্টেশন রমনা বাজার হতে চালু করণ, কুড়িগ্রাম হতে সোনাহাট স্থল বন্দর ও ২য় তিস্তা সেতুতে রেল সংযোগ স্থাপনের দাবী তুলে ধরেন।

এসময় সরকারি রেল পরিদর্শক অসীম কুমার তালুকদার যৌক্তিক দাবীগুলো রেলপথ মন্ত্রনালয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ্ সুফি নুরমোহাম্মদ, ডিএন আনোয়ার হোসেন, ডিটিএস(অতিঃ) সাজ্জাদ হোসেন, গণ কমিটির জেলা শাখার আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব শামসুজামান সুজা, আঃ কাদের, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত ও মোহাম্মদ আলী মন্ডল এটম।

(পিএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test