E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়র ও কাউন্সিলর পদে যারা পড়লেন জয়ের মালা 

২০২১ জানুয়ারি ১৮ ১২:৪২:৪৫
মেয়র ও কাউন্সিলর পদে যারা পড়লেন জয়ের মালা 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে যারা জয়ের মালা পড়লেন তারা সকলেই প্রতিদ্বন্দী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। করাচ্ছেন মিষ্টিমুখও।

উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুল হক ভূঞা ৯১৭৬ ভোট তার নিকটতম শফিকুল ইসলাম শফিক ধানের শীষ প্রতীকে ২২৫৬ ভোট। এছাড়া ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বলপেন প্রতীক নিয়ে পারুল আক্তার ১৩৩৪ ভোট নিকটতম বকুলা আক্তার আনারস ১১৬৫ ভোট। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জবাফুল প্রতীক নিয়ে বিলকিস আক্তার জবা পেয়েছেন ১৩৩৮ ভোট নিকটতম খায়রুন্নাহার খানম আনারস পেয়েছেন ১০৪৭ ভোট। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে পাপিয়া আক্তার পেয়েছেন ১৩৮১ নিকটতম জবাফুল প্রতীক নিয়ে জান্নাতুন নেছা পেয়েছেন ৯৩০ ভোট।

এদিকে ১ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে এরশাদ মিয়া উটপাখি প্রতীকে ৫৮২ নিকটতম আতিকুর রহমান পানির বোতল ২৬০ ভোট, ২ নং ওয়ার্ডে উটপ্রতীকে মোঃ আব্দুল হামিদ পেয়েছেন ৭৫৯ ভোট, নিকটতম হাফিজুর রহমান পানির বোতল ৩২৮ ভোট, ৩ নং ওয়ার্ডে মোঃ মাখবুল রাকিব সুমন উটপাখি প্রতীকে পেয়েছেন ৫৩৮ ভোট তার নিকটতম মিজানুর রহমান ভূঞা পানির বোতল পেয়েছেন ৫৩৪ ভোট, ৪ নং ওয়ার্ডে একেএম টিপু সুলতান ডালিম প্রতীকে ৫০৬ নিকটতম প্রতিদ্বন্দী মজিবুর রহমান পেয়েছেন পানির বোতল প্রতীকে ৩৫৯ ভোট, ৫ নং ওয়ার্ডে আনিসুর রহমান রতন উটপাখি প্রতীকে ৮১৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী শহিদ মিয়া পাঞ্জাবী ৪৭৪ ভোট, ৬ নং ওয়ার্ডে গাজর প্রতীক নিয়ে মনিরুজ্জামান খন্দকার ২০৭ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী সুনিল চন্দ্র পোদ্দার পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১৫৪ ভোট, ৭ নং ওয়ার্ডের আক্কাস মিয়া পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৩৪৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী সিদ্দিক মিয়া পানির বোতল পেয়েছেন ২২১ ভোট, ৮ নং ওয়ার্ডে মোঃ গোলাম জিলানী পানির বোতল প্রতীকে পেয়েছেন ৫৪৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী আলয় রায় পেয়েছেন ৪৩৭ ভোট।

৯ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে আব্দুল কাইয়ুম ভূঞা পেয়েছেন ৬২৬ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী জহিরুল ইসলাম ডালিম প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট। ইভিএম পদ্ধতির ভোট প্রয়োগে ভোটারদের আগ্রহ ছিল অনেক বেশি। নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

কান্দিউড়া গ্রামের ভোটার সাইদুইল ইসলাম জানান, এত সুন্দর নির্বাচন আমি আর কখনও দেখিনি। তিনি ইভিএম পদ্বতির ভোটকে অনেক সহজ বলেও দাবী করেন।

(এসবি/এসপি/জানুয়ারি ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test