E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত 

২০২১ জানুয়ারি ১৮ ১৫:২৫:২৬
নীলফামারীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত 

নীলফামারী প্রতিনিধি : সপ্তাহখানেকের বেশি সময় ধরে নীলফামারীতে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে । ঘন কুয়াশার মধ্যে সূর্য একটুখানি উঁকি দিয়ে আবার ডুব দিচ্ছে । হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ । এতে করে একদিকে যেমন সাধারণ খেটে-খাওয়া মানুষের জীবিকার পথ সঙ্কুচিত হয়েছে, তেমনি বয়স্ক মানুষ ও শিশুরা আক্রান্ত হচ্ছে নানা শীতজনিত রোগে । 

নীলফামারী শহরের কালিবাড়ি মোড় এলাকার সৈয়দ আলী জানালেন, কয়েকদিন ধরে শীতের মাত্রা এমন বেড়েছে যে ঘর থেকে বের হওয়াই মুস্কিল হয়ে পড়েছে । জ্বর-সর্দি. কাশিসহ নানা ধরণের অসুখ হচ্ছে ।

শহরের জুম্মাপাড়ার সরকার শাকিল ওয়াজেদ বললেন, এই শীতে পানি এতো বেশি ঠান্ডা হয়েছে যে না ফুঁটিয়ে ব্যবহার করাই যাচ্ছে না ।

ভ্রাম্যমাণ সবজী বিক্রেতা রফিকুল ইসলাম বললেন, এতো শীতে পেটের দায়ে ঘর থেকে বের হতে হয়েছে । প্রতিদিন ভোর বেলা হাঁটতে বের হন শহরের প্রগতি পাড়ার আব্দুল হাই । কিন্তু আজ তিনি হাঁটার জন্য ঘর থেকে বের হলেও রাস্তায় উঠতে পারছেন না । আক্ষেপ করে বললেন, একেতো ডায়বেটিস, এরপরও হাঁটতে যাওয়ারও কোন উপায় নাই ।

নীলফামারী আদুনিক সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বয়স্ক মানুষ ও শিশুদের ভিড় বেড়েছে ।

(কে/এসপি/জানুয়ারি ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test